একটা সময় ছিলো, আসিফের বিরুদ্ধে রিপোর্ট করার কারণে কিংবা গদাম দেওয়ার কারণে সামুর প্রচুর আইডি ব্যান হয়েছে, অনেকে অভিমান করে ঘোষণা দিয়ে ব্লগ ছেড়েছেন।
আসিফের নাম ধরলেও অনেকে শাস্তি পেয়েছেন, কিন্তু আসিফ ছিলো ধরা ছোয়ার বাইরে।
তখন মনে হতো এই আসিফ বাংলা ব্লগে একজন মহাপরাক্রমশালী, ব্লগের ঘনিষ্ঠ, তার কোনো সাজা হতে পারে না।
আসিফ যাই বলবে, তাই বাক স্বাধীনতা। বাকীরা সব কট্টরপন্হী, আসিফই ঠিক, বাকীরা ভুল।
কিন্তু সেই দিন আর নাই। সরকার যখন ধর্মবিরোধীদের তালিকা তৈরীতে হাত দিয়েছে, তখন সামু ব্লগ কর্তৃপক্ষ তার আইডিকে ব্যান করলো। কারণ সামুর নিজের গা বাচিয়ে রাখা। ধর্মবিদ্বেষী পোস্ট দেওয়ার কারণে যদি সামুকেও বন্ধ করে দেয়, সেই ভয়ে সামু আসিফকে ব্যান করলো।
তাই যারা যারা মনে করছেন, আমি তো অমুক, আমার কিছু হবে না, তাদের জন্য একটা সতর্কবার্তা, ব্লগ কর্তৃপক্ষ নিজের পিঠ বাচাবার জন্য আপনার বুকে ছুড়ি মারতেও দ্বিধা করবে না।
হয়ত এই লিখা লেখার কারণে আমাকেও শাস্তি দিতে পারে, তবে ব্লগকর্তৃপক্ষের কাছে একটা প্রশ্ন রাখলাম।
জানতে চাই, কেন আসিফকে ব্যান করা হলো?
এই কয়েকদিনে আসিফকে ব্লগেও দেখলাম না ঠিক মতো।
এই কয়েকদিনে আসিফ কি এমন অপকর্ম করলো, যার কারণে তাকে ব্যান করা হলো?
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




