কামোপহত একদল কীটের চোখে জ্বলে উঠলো কামাগ্নি।
আঁধারের বাঁকে বাঁকে জ্বেলে দিল সম্ভোগী আলো।
দূরীভূত হল সমস্ত আঁধার।
সুবহ সাদিকের পর শাড়ীর আঁচলে হল ভোরের সূর্যোদয়।
একাকীত্বের হাত ধরে অবিন্যস্ত জীবনের চোরাগলিতে পা দিল ছেলেটি।
এক সময় আঁধারের খোঁজে আঁধার গলিতেই আশ্রয় পেলো।
বুঁদ হয়ে কাটিয়ে দিল দু’টো বিরহী শীতনিদ্রা।
ভালোবাসায় আর নির্ভরতায় উষ্ণতা ছড়ালো নতুন আঁধার।
সাজানো বাগান এখন প্রস্ফুটিত পুস্পের সৌরভে সুরভিত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




