এই কি তাৎপর্যময়তা!
কামতাড়িত থাকা অর্হনিশ!
ভোগ আর ভোগ
যৌনজ্বরে আক্রান্ত হোমোসেপিয়ন্স!
নয়তোকি?
তাদের দিকে তাকাও
ভাল করে তাকাও
তাদের অধিকার আন্দোলন
তাদের মানবতার বানী
তাদের নারীবাদ
শুধু মুড়মুড়ে মোড়কে
রাশি রাশি যৌনতা,
স্বপ্ন আশা কামনা চাহিদা
অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি
মডার্ন বা অল্ট্রা মডার্ন
আধুনিকতা বা উত্তরাধূনিকতা
সবেই চাই কচকচে কামনার ছড়াছড়ি
তবে অবশ্যই তা ন্যাকামো করে
তা আধূনিকতার মোড়কে আবৃত করে
লাক্স ফটো সুন্দরী, বা মডেলিংয়ের
উপযোগী হবার টিপস....সব কিছূতে।
এই মহত তাৎপর্য বোঝেনা যারা
গেয়ো, আনকালচার্ড, সেকেলে
ঝরে যায় আধুনিকতার, সভ্য হবার
ইদুর দৌড় থেকে
অতঃপর আধুনিকরা এগিয়ে যায়
সভ্যরা মুচকি হাসে
অনাধুনিক, অ-সভ্য আম জনতা
বেহুশ ছোটে আধূনিক আর সভ্য হতে!!!
এই এক চক্রবুহ্য। মোহ, লোভ, লালসা
কামনা, বাসনা আর আত্ম বিকৃতির...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


