এমনি এক অসহায় মুহুর্ত আজ ১৬ কোটি আমজনতার একজন আরিফূর রহমান সোহেলের জীবনে। নানা শারিরীক সমস্য সব সময়ই মধ্যবিত্তের মানসিকতায় এড়িয়ে যেত। উপায়হীন বলেই মনের জোড়ে সব ভুলে বেঁচে থাকার প্রাণান্ত চেষ্টা এমন সবার মাঝেই। তবুও যখন তা অতিরিক্ত হয়ে পড়ে- বাধ্য হয়ে যেতে হয় ডাক্তার হাসপাতাল, ডায়াগনষ্টিকস এবং অতঃপর ডাক্তার যা জানালো তাতে ভেঙ্গে পড়া ছাড়া আর কি কোন পথ থাকে?
হার্ট অস্বাভাবিক রকম স্ফীত এবং কিডনী দুটোই অকেজো হবার পথে। এই মুহুর্তে জরুরী চিকিৎসা না করালে যে কোন সময় ডেমেজ হয়ে যেতে পারে কিডনী ।
ঘরে প্রিয়তমা স্ত্রী, আদরের ফুটফুটে ৪টি সন্তান। সবচে বড়টিই পড়ে মাত্র ক্লাশ সেভেন। বাবা নেই। মা চোখের জল ফেলা ছাড়া কিইবা করতে পারে!
বাচ্চারা অবুঝের মতো তাকিয়ে থাকে বাবার বিমর্ষ মূখের দিকে।নির্বাক স্ত্রী নিরবে আঁচলে চোখ মোছে।
জাতীয় প্রেসক্লাবের একজন নিম্নআয়ের একজন কর্মচারীর পক্ষে এত ব্যায়বহুল চিকিৎসা করা দুঃসাধ্যই বটে। তারপরও বেঁচে থাকতে হলে আশা রাখতেই হবে।
অফিস, কলিগ, সদস্য স্যার, শুভাকাঙ্খি, সকলেই আশা ভরসা দিয়ে যে যা পারছে তা দিয়ে সাহায্য করে চিকিৎসা চলছে।
ডাক্তারের পরামর্শ মতো কলকাতা বা মাদ্রাজে গিয়ে দ্রুত চিকিৎসা গ্রহনের তাগিদ দিয়েছেন। সেই অনুপাতে ভিসার আবেদন করে এবং ভিসাও পেয়ে যায় সোহেল । এখন হিসাব মিলিয়ে দেখে সামনে এক অকুল পাথার!
>>>
সামুতে অনেকেই আবেদন করে মুক্তি পেয়েছে। বিপদ থেকে পরিত্রানের অনেক রকম উপায় বেরিয়ে এসেছে। সেই হিসেবে আমি তার সমস্ত কাগজ পত্র দিতে বলি। স্ক্যান করে সামুতে একটিবার আবেদন করে দেখি - যদি সকলের সম্মিলিত চেষ্টায় কিছূ হয়।
তার পূর্ণ তথ্য
আরিফূর রহমান সোহেল
স্থায়ী ঠিকানা- গোলাপের চর , দাউদকান্দি, কুমিল্লা।
বর্তমানে থাকে যাত্রাবড়ী।
মোবাইল নং- ০১৯১৭২১৭০৭৮
ব্যাংক একাউন্ট নম্বর: সঞ্চয়ী হিসাব নং-৭৯৯৪/৮
অগ্রনী ব্যাংক, জাতীয় প্রেসক্লাব শাখা, ঢাকা।
সহৃদয়দের সহানুভূতি কামনা করছি।
আপনার একটু উদ্যোগ বাঁচিয়ে দিতে পারে একটি জীবন- তার সাথে জড়িত আরও ৫-৬ জনের স্বপ্ন সূখ। বেঁচে উঠতে পারে তার স্ত্রী, সন্তান আর মায়ের একমাত্র অবলম্বন একজন স্বামী, একজন পিতা এক সন্তান।
তার চিকিৎসার কাগজ (মূল অল্প কিছু) সংযুক্ত:
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





