বাংলাদেশের প্রধান বিরোধী দল, ৩ বার রাষ্ট্র পরিচালনাকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শতাধিক নেতাকে অবৈধ গণ প্রেফতার করেও যেন স্বস্তিতে নেই সরকার!!!!
গণতন্ত্রের মানস কণ্যা উপাধীধারী প্রধানমন্ত্রীর এ কেমন বাকশালী তন্ত্রের চর্চা?????
বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশে বাধা!!!!!
সংবাদ সূত্র:
ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের প্রবেশে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দফতরের দায়িত্বে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
তার অভিযোগ, শুক্রবার সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কয়েকজন নেতাকে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেয় পুলিশ। এমনকি কার্যালয়ের উল্টো পাশে ভাসানী ভবনে বিএনপি মহানগর কার্যালয়েও নেতাকর্মীদের প্রবেশ করতে দেয়নি তারা।
শুক্রবার দুপুরে বাংলানিউজকে দুদু বলেন, “কার্যালয়ে প্রবেশ ও বের হওয়া নিয়ে পুলিশ বাড়াবাড়ি করছে। জাসাসের কয়েকজন নেতাকর্মী এলে তাদের তাড়িয়ে দিয়েছে।”
পৃথিবীর ইতিহাস প্রমান করে েকান জালীম সরকার, ফ্যাসিবাদী সরকার জনমতের বিরুদ্ধে গিয়ে টিকতে পারেনি। তাদের পরিণতি হয়েছে করুন!!!!
কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না।
তাইতো বাংলাদেশে আবারও বাকশালী তন্ত্রের চর্চা দেখতে পাই বারবার
পত্রিকা বন্ধ করে, গণ গ্রেফতার করে, অফিসে ঢুকতে না দিয়ে আর যাই হোক গণতন্ত্রের যে বিন্দু মাত্র চর্চা নেই তা যেমন প্রমাণ করছে সরকার; তেমনি তার লুকানো ফ্যাসিবাদী নখর বের করে নিজেদের অতীতকেই জাগিয়ে তুলছে!!!!!!!!!!!!!!!!
আমরা মুক্তি চাই। আমরা প্রকৃত গণতন্ত্র চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



