আপডেট...
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে ১৮ দলীয় জোটের সমর্থিত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল বিজয়ী হয়েছেন।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৭ হাজার ভোটের ব্যবধানে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি বিজয়ী হয়েছেন প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে।
এমনই কি হবার কথা ছিল! এটা লীগও জানত। তারপরও এই জুয়া কেন খেলল!! বৃহত স্বার্থে ক্ষুদ্র কোরবানী?
সিটি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং দলীয় সরকারের অধীন থাকার পরও বিরোধীরা জিতে আসায় তাদের নিরপেক্ষতা, প্রশাসনের ক্ষমতা ব্যবহার না করা - এই সকল যুক্তির সাথে জাতীয় নির্বাচনে দলীয় সরকারের অধীন করার যৌক্তিকতা প্রতিষ্ঠার মোক্ষম সুযোগই কি তারা কাজে লাগাল??!!
জনমত কি সরকারও বোঝে। তাইকি এই ট্রাম। যার ফলের উপর ভর করে জাতীয় নির্বচানে দেখাবে আসল ওভার ট্রাম!!!!!!!
কি জানি। সম্ভাবনা অনেক। সত্য একটাই।
চলুন অপেক্ষা করি। তবে আকল মন্দকে লিয়ে ইশারাই কাফি!!!
লেজেগোবরে না হয়ে সরকারের সঠিক সিদ্ধান্তই জাতিকে সুন্দর একটা নির্বাচন এবং প্রকৃত গণতান্ত্রিক ক্ষমতাবদলের মাধ্যমে দেশকে একটা সংঘাত সংঘর্ষ মুক্ত শান্তিপূর্ণ পটপরিবর্তন। যা তাদের ভবিষ্যতের জন্যও কল্যান বয়ে আনবে।
তারা স্বভাবিকতায়, স্বমূল্যায়নে নিজেদের ভুল স্বীকার করার সেই উদারতা দেখাতে পারবে কি?
অমরা অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




