রাতারাতি আলিফ লায়লার জিনির মতো- সব বিজ্ঞাপন, মনোলোভা, সেক্সি, অড সব বিলকুল গায়েব!!!
একসাথে সবার চুক্তি শেষ হয়েছে, না কোন যাদুর পরশে এমন অসম্ভব সম্ভব হল-
সব বিলবোর্ড রাতারাতি বদলে গেল।
আমাদের মান্যবর প্রধানমন্ত্রী প্রতিস্থাপিত হলেন সেখানে। তাঁর দাবীকৃত সাফল্য আর সরকারের গুনাবলীর ফিরিস্তি দিয়ে পুরা ঢাকা (বাহিরের খবর জানি না) ছেয়ে ফেলা হল।
মজার জিনিষ হল বিজ্ঞাপন হয় পণ্যের। কর্পোরেট বানিজ্যে সত্য নয়, কিছু সত্য, কিছু উন্মাদনা, কিছু গোলক ধাধা, কিছু ষ্টান্ট, জিনিষ যাই হোক উপস্থানা চাই মনোলোভা, আকর্ষনীয়... সেই সুত্রে সরকারের সাফল্য এখন পণ্যের মর্যাদা পেয়েছে অথবা পণ্যে অধোপতিত হয়ৈছে!!!
পৃথিবীর আর কোন দেশে এমন গণ-পাবলিক বিজ্ঞাপনের নজির আছে কিনা- প্রবাষী ভাইয়েরা জানলে জানাবেন। না থাকলে সেই ক্ষেত্রেও আমরা বিশ্বে এক নজর নজীর স্থাপনের স্বার্ণালী দ্বারপ্রান্তে
এখন দেখা যাক- জনতার রায়!
তারা লাক্স, ম্যাগি, লিজান মেহেদীর মতো বিজ্ঞাপনের মডেল দেখে কিংবা বিজ্ঞাপনের মনোলোভা উপস্থাপনায় মুগ্ধ হয় কিনা? তবেই হয়তো ভোটের বাজারে এই কর্পোরেট উপস্থাপনা সফল বলে বিবেচিত হবে।
বাসে আসতে আসতে এই নিয়ে রসালো আলোচনায়- একদন ফোড়ন কাটলো বেরসিকের মতো। ভাই- শাস্ত্রে বলৈ খালি কলসি বাজে বেশি !
আর তাগোর এতই সফলতা যে বিজ্ঞাপন কইরা জানাইতে হয়????
পড়েন নাই ছোটবেলায়-
শৈবাল দিঘীরে বলি উচ্চ করি শির
লিখে রেখৌ একফোটা দিলেম শিশির!!!
আরেকজন কড় ধরে বসলো ভাই এইটার সাথে এইটা মিললোনাতে!
বক্তা বেশ একগাল হেসে আয়েশ করে বললেন অবশ্যই মিলবে। মিলবেনা কেন? মিলাতে চাইলেই মিলবে। দেখেন না তিনারা যেমন সকল ব্যর্থতায়- মায় পরীক্ষায় ছাত্র ফেল করায়ও বিরোধি দলের দোষ খুজে পায় (এ পর্যায়ে সকলে হো হো করে হেসে উঠল) ...
তেমনি সরকারের স্বাভাবিক কাজ, রুটিন কাজ যা তা যদি বিজ্ঞাপনে উঠে আসে তবে আর রইল কি ভাই?
ঘরে গিয়ে যদি শোনেন গিন্নি আঙুলের কর গুনে বলা শুরু করে- আমি ঘুম থেকে উঠেছি- বিছানা থেকে নেমেছি- ফ্রেশ হয়েছি- রান্না ঘরে গিয়েছি- হাড়িপাতিল ধুয়েছি- চূলা জা্বিলয়েছি, আটার কৌটা নামিয়েছি- আটা পানিতে ঢেলেছি...( আবার হাসির রোল) বক্তাও বিরতি নিয়ে..
আপনার হাল কি হবে?
সরাকারের রুটিন কাজের বাইরে- তাদের আলোচিত দূর্নীতির কোন শাস্তি বা জবাব না দিয়ে আপনি যখন এই ভাবে ঢোল পেটাবেন তখন তা কি হল?
শৈবালে সাধ্য নেই শিশির আটকে রাখে- তবুও তার াহমিকা বজায় রাখতে দীঘির কাছে সে দাতা সাজে- যার বুকে তার বসবাস!!!!
সরকার যদি জনগণরে আবুল ভেবে থাকে, ৫-০র পরও নিজেদের সংশোধন না করে উল্টো ঐ গিন্নির পর ঘ্যানর ঘ্যানর করে- তবে বুঝেন.. মিললো না কেম্নে......
নামতে নামতে আর বাকীটুকু শৌনা হয় নি।
তবে ভাবছি- আমজনতা যতোই আম আম করোনা কেন- খাস কিছু তাদের মধ্যে আছে। নইলো এত গভীরে তারা ভাবে এটা সরকার কি জানে????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




