একজন খুনির জন্য আপনার কি মায়া হয়?
একজন পিতৃ-মাতৃ হন্তারকের জন্য আপনার অধিকারবোধ আপনাকে কতটা তাড়িত করে?
একজন খুনি কি মানব পর্যায় ভুক্ত? যে তার জন্য মানবাধিকারের কথা উঠবে? সেতো খুনি। শুধু খুনি নয়- কুল ব্রেইন মার্ডারার!
যে হত্যার পর নিশ্চিতে, গুছিয়ে, সবাইকে নিয়ে বাড়ী ছড়ে এবং দু'দিন আত্ম-গোপনে থাকে!!!!
হ্যা, ঐশির কথাই বলছি।
যে তার জন্মদাতা- পিতা-মাতাকে একাই হত্যা করে !
আলোচিত এই বিভৎস হত্যা এবং অভূতপূর্ব নৃশংস এই খুনের পর দেশজুড়ে মানুষ স্তম্ভিত হয়ে পড়ে!
পিতা-মাতা ফ্যাল ফ্যাল করে তাকায় তার সন্তানের দিকে!
এর মাঝে কোন ।ৈশী লুকানো নেইতো!!!!
সন্তানেরা পড়ে যায় অদ্ভুত শূন্যতায়! পিতা-মাতার দিকে তাকাতে যেন লজ্জ্বা ভয় কুড়ে কুড়ে খায়!
বাবা - মা কি ভাবছে কে জানে?
এই মহা সংকটপূর্ন ঘটনায় জেগে উঠে নানা ধারার সুশীল-কুশীল গণ!!
অন্যতম মানবাধিকার কমিশনের মিজান! তিনি একজন হত্যাকারীর পক্ষে শিশুঅধীকারের হাস্যকর দাবী তোলেন? তাকে রিমান্ডে নেয়া যাবে কি যাবে না ব্লা ব্লা..
যে মেয়ে ফ্রি লাইভ লিভে অভ্যস্ত!
যার ১৫ জনের অধীক বয়ফ্রেন্ড আছে!!!!
যে উচ্ছৃংখল বেপরোয়া লিভ টুগেদার লাইফে অভ্যস্ত!!
যে পিতা-মাতাকে খুন করতে এতটুকু কাপেনি!!! সে নাকি শিশু!!!!
ধরনী দ্বিধা হও!!!!
এই কথিত অধিকারের সুবিধাবাদী বেপারীরা কিন্তু অসহায় ফেলানী কিংবা সাম্প্রতিক সীমান্তে অসহায় নারী ধর্ষিত হলে, নিহত হলে তাদের চেতনা জাগে না ঘুমিয়ে থাকে...
গোল টেবিল বৈঠক করে, তার সংবাদ প্রকাশে মিডিয়াকে তুলোধুনা করে!!!! এরা কি তবে খুনির পক্ষে?
এরা কি খুনের সাফাই গাইছে?
এরা কি খূনকে না খুনি জাস্টিফাই করছে?
নাকি এর আড়ালে অন্য কিছূকে লুকাতে চাইছে?
কেউ আওয়াজ তুলছে না বার, ডিসকো, ডিজে বন্ধ কর!!
কেউ আওয়াজ তুলছে না মাদক নির্মূলে সাড়াশি অভীযান চাই!
কেউ বলছেনা এই অফিসারের পরিণতি থেকে শিক্ষা নিতে যাতে আর কারো এমন ভাগ্য বরণ করতে না হয়?
কেউ বলছে না দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
হ্যা।
অবশ্যই ঐশীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে আর কোন পিতা-মাতাকে এমন নৃশংসতার শিকার হেত না হয়।
যাতে আর কোন কন্যা এইভাবে ভুল পথে হাটবারও স্বপ্নএ না দেখে!
যাতে আর কোন বখাটে কিশোরী ঐশি হবার মাঝে মর্ডানিজম খুজতে না চায়
যাতে আর কোন মেয়ে- মাদকে সোসাইটি ষ্ট্যটাস খুজতে না চায়!
অথচ কি অদ্ভুত আচরন! জবানবন্দীর পর কারাগের পাঠানো হলেও ঐশী ও গৃহকর্মী সুমিকে শনিবার রাতে ঢাকা কারাগার এই কোণাবাড়ির কিশোরী উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর করা হয়। !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
খূন করার পুরস্কার কি এমব্রয়ডারী প্রশিক্ষন!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এখণ থেকে খুনিরা যদি ট্রেন্ড চেঞ্জ করে! যদি কিশৌর কিশৌরী দিয়ে খুন করায়- শাস্তিতো নাই- প্রশিক্ষন কেন্দ্রে সংশোধনেই পাঠাবে মনে করে????????
আর অবাধ্য বেয়াড়া সন্তানেরাও যদি উজ্জিবীত হয়-
আরে বাবা-মারে মারলে কি হয়?
আমিতো শিশু!
কিশোর সংশোধনাগারে পাঠাবে-এইতো!!!!
কোন বাবা-মা কি শান্তিতে ঘুমাতে পারবে?
সন্তানের দেয়া প্রিয় খাবার, কি বিশ্বাসের সাথে তৃপ্তিতে খেতে পারবে? এতে বিষ বা ঘুমের ঔষধ নেই মনে করে!!!!!!!
তাই খুনিকে খূনি হিসেবে ট্রিট করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
যাতে কোন সন্তান স্বপ্নেও এমন দুষ্কর্ম না দেখে!
যাতে ভবিষ্যতে কোন বেয়ারা কিশৌরী নীতিহীন জীবনে আগ্রহী না হয়!
যাতে মাদকের পরিণতির ভয়াবহতা প্রতিষ্ঠিত হয়- এবং মাদক গ্রহনের আগে শতবার ভাবে অনাগত সন্তানেরা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




