হ্যাক প্রসঙ্গে রেডফক্স বাংলানিউজকে বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর যে কোনো আঘাত আমার প্রতিহত করবো। অনেক রক্তে অর্জিত বাংলাদেশ সেই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
ঢাকা: বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড অবৈধভাবে দাবি করার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা লাল কৃষ্ণ আদবাণীর অফিসিয়াল সাইট, বিজিপির অফিসিয়াল ও বিভিন্ন রাজ্যের ১১টি সাইট হ্যাক করেছে বাংলাদশভিত্তিক হ্যাকার গ্রুপ ‘বাংলাদেশ সাইবার ৭১’।
সোমবার মধ্যরাত থেকে গ্রুপটি এ-পর্যন্ত তিন শতাধিক ভারতীয় সাইট হ্যাক করার দাবি করেছে।
এ বিষয়ে ‘বাংলাদেশ সাইবার ৭১’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আল ফাহিম এবং বাংলাদেশ সাইবার ৭১-এর অ্যাডমিন রেডফক্স বুধবার বাংলানিউজকে জানান, বিজেপি তাদের বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
রেডফক্স জানান, তারা বিজিপির ১১টি সাইট হ্যাক করেছেন। সেই সঙ্গে তিনি হ্যাক করা সাইটের তালিকাও দিয়েছেন। সাইটগুলি হচ্ছে: বিজিপি রাজ্যসভা, বিজিপি লোকসভা, বিজিপি পাঞ্জাব, বিজিপি দিল্লি, বিজিপি মধ্যপ্রদেশ, বিজিপি অনলাইন ফোরাম, উপ-প্রধানমন্ত্রীর ওয়েবসাইট, বিজিপি ফ্যান ওয়েবসাইট, বিজিপি কেন্দ্রীয় মহিলা বিভাগীয় ওয়েবসাইট, বিজিপি নেতা লালকৃষ্ণ আদবাণীর ব্লগ ও ফোরাম এবং বিজিপি বিহার ওয়েবসাইট।
তার নিচে লেখা- hello BJP, so u again demand Bangladeshi land? (হ্যালো বিজেপি, তোমরা তাহলে ফের বাংলাদেশের ভূমি দাবি করছো?)।
এছাড়া আরো লেখা আছে, যার বাংলা পরিভাষা হচ্ছে, ‘বাংলাদেশি ভূখণ্ড দাবির প্রতিবাদে এটি জোরালো প্রতিবাদ। এজন্য ক্ষমা চাওয়া উচিত। এটি অনুরোধ নয়, সাবধানবাণী। কিন্তু আবার দেখা হবে। বাংলাদেশি হ্যাকারদের পক্ষ থেকে তোমাদের একটি নিরাপত্তা চুমু।’
‘অল বাংলাদেশি ফ্রিডম ফাইটার সাইবার-৭১ ফ্যামিলি’ নামে একটি হ্যাকার গ্রুপ এর দায় স্বীকার করে।
দিকে, এখনো যে সাইটগুলো হ্যাকড অবস্থায় পাওয়া গেছে, তার অন্যতম হলো-
http://bjpngocellpunjab.com/
http://bjpngocellpunjab.com/
http://atalbiharivajpayee.in/
ব্রাভো হ্যাকারস, স্যলুট টু অল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




