কোরবানীর প্রি-ঈদ টাইমটা ম্যারম্যারে...... সময় কাটছিল, না..। না ব্লগে না ফেসবুকে কোন চার্ম নাই...
আতকা নিউজটা পইড়া চমকে গেলাম।
ট্রেনে সিডিউল বিপর্যয়ের জন্য বিএনপিকে দায়ী করলেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
শনিবার দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক বলেন, সিডিউল বিপর্যয় সব সময় হয় না, মাঝে মধ্যে হয়। এর জন্য দায়ী বিএনপি এবং খালেদা জিয়া। তাদের আমলে জরা-জীর্ণ রেল পথের কোনো উন্নয়ন না হওয়ায় বিভিন্ন জায়গায় ট্রেনের গতি কমাতে হচ্ছে। এতে নির্ধারিত সময় ট্রেন ছাড়া সম্ভব হচ্ছে না এবং ট্রেন গন্তব্যে পৌঁছাতেও পারছে না।
তিনি বলেন, ক্ষমতায় থাকাকালীন সময়ে রেল সেক্টরে খালেদা জিয়া এবং বিএনপি কোনো কাজই করে নি। আমাদের সময় যেন যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে বিএনপির সময় যেসব কাজ হয় নি, আমরা সে কাজগুলো করছি। বর্তমান সরকার জীর্ণ রেল পথ উন্নয়নের পাশাপাশি স্টেশনগুলোও মেরামত করছে।
বিএনপির উপর দায় চাপাইয়া ৫ বছর কাটানোর পরও এই কথা!!!!!!!???
হাসতে হাসতে পেটে খিল ধরার জোগার!!!
তা বাপু গত ৫ বছর কি তোমরা কিছূই কর নাই???
ফাটাকেষ্ট মন্ত্রী বলে রাস্তায় জানজট নাই.. গাড়ীর গতি ধীর!!
তবে কাজের কাজটা কি হয়েছে? রাষ্ট্রের হাজার কোটি টাকা গেল কই???
অনির্বাচিত এই সময়ে এসেও "প্রায়" যুগ আগের ক্ষমতায় থাকা বিএনপির নামে নিজেদের ব্যর্থতা আড়ালের কথা শুনে পাগলেও হাসে!! কিন্তু তাদের মনে হয় বোধোদয় হয় না!!!!
থ্যাংকস সদ্য কুমারত্ব হারানোর শংকায় শংকিত
তা নইলে কি কেউ এমন বলে!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




