আমাদের সড়ক, ট্রাফিক, পরিবহন ব্যবস্থাপনার দৈন্যতায় জীবন গেল আরেকজন মহত ব্যক্তির।
Click This Link
আর বেপরোয়া বাস ড্রাইভার, হেল্পারদের নিয়ন্ত্রন করবে কে?
যেখানে মন্ত্রী মশায় বলেন গরু ছাগল চিনতে পারলেই লাইসেন্স দিতে হবে!!!!
সেই দাবীতে ঢাকা অচল করে তিনি সমাবেশও করেছিলেন!!
ঐ মন্ত্রীকে হুকুমের আসামী করা হোক!!!
নিত্যদিনের এই বাস থেকে নামার ঝুকি মাথায় নিয়েই চলাচল করছে নগরের লাখো কোটি মানুষ! ভাড়া নিয়ে স্বেচ্ছাচার, সিটিং নামে চিটিং, গেটলক নামে বেনামে ভাড়া বাড়িয়ে জন ভোগান্তি বাড়িয়ে চলছে নগর পরিবহন। ক'দিন আগে কথিত ফাটাকেস্ট মন্ত্রী ফিটনেস অভিয়ান চালানো শুরু করলেন- ব্যাকআপ না রেখেই!!!
ফলাফল যাত্রীদের অপরিসীম ভোগান্তি।
কদিনে কয়েকটা গাড়ী পুরানো ফ্রেমে নতুন পালিশ বাহ্যিক আইটেম লাগিয়ে আবার যেই কে সেই!!!!
তারপর তারা যেই ক্যাটাগরিরই হোক না কেন সব গাড়ীই
রাস্তার যেখানে সেখানে থামিয়ে তারা যাত্রী তোলে! কিন্তু নামানোর সময় যেন উন্মাদ হয়ে যায়! মাঝ রাস্তায় হালকা ব্রেক কষেই বলে বাম পা দেন.. ব্যাস দায়িত্ব শেষ!
ঐ গাড়ীর পিছনে আরো গাড়ী আছে কিনা!!! চলন্ত অবস্থায় নেমে নিরাপদে দাড়াতে পারবে কিনা কোন খেয়াল নেই!!!
আর সামনে সার্জেন্ট দেখলে যেন পাগল হয়ে যায়- পারলে যাত্রীর উপর দিয়েই গাড়ী চালিয়ে দেয়.... !!!
নিরাপদ সড়ক চাই দাবী দীর্ঘদিনের। ইলিয়াস কাঞ্চনের পুরো পরিবার হারিয়ে তিনি বছরের পর বছর ধরে পথে নেমে আন্দোলন করলেও যেন সরকাররে টরক নড়ছে না।
লাশের মিছিল বেড়েই চলছে!!!!!!!!!!!!!
৫ সদস্যের কমিটি হয়েছে। রিপোর্ট হবে। ফাইল চাপা পড়বে আবার কোন একজনের জীবন যাবার আগ পর্যন্ত!!!!!!!
এভাবে আর কত!!!???? দায়হীন দায়িত্ববানদের বোধোদয় কবে হবে????
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




