কি লিখব?
যখন বিপন্ন
জীবন, জীবিকা, স্বাধীনতা, সার্বভৌমত্ব!
কি লিখব
যখন সাতান্নর ফলা চকচক করে নিত্য!
মুক্তিযুদ্ধ! প্রাণের টানে আর জীবনের আহবানে
দেশমাতৃকার প্রেম তো ছিল প্রতিদানের স্বপ্নবিহীন
অথচ আজ কাড়াকাড়ি সনদের তরে
বাসভাড়া হাফে কিংবা সচিবগিরির মেয়াদ বাড়াতে
প্রয়োজনে জাল জালীয়াতি আর যা সম্ভব সব করেও!
ইতিহাস যখন দলান্ধতার পংকিলে ডুবে হাসফাস
সত্য যখন ক্ষমতার কোলে বসে নিত্য বদলায়
তখন কি লিখব?
বীরশ্রেষ্ঠর উত্তরাধিকার যখন অচেনা
বীর উত্তম, বীর বিক্রমরা যখন উপেক্ষিত
স্বাধীনতার অধিনায়েকরা যখন চেতনার জালে ফেসে
আমজনতা আইজুদ্দিনের লিখায় কি আসে যায়?
একটা ষ্ট্যটাস বা পোষ্টে?
কিংবা একদিনর জন্য কর্পোরেট চেতনায় রাঙালে!!!!
ছাপান্ন হাজার বর্গমাইলের
মানচিত্রে স্বাধীনতা কই? যখন আমজনতা উপেক্ষিত
মিনিমাম একটা ভোটের অধিকার থেকে?!
কি লিখব
যখন হাজার প্রশ্নের উত্তরে প্রশ্নই জন্মায় শুধু
বিরোধের খগড়, ট্যাগবাজি আর সমাধানহীন কুতর্কে!
বিজয় দিবস আসে চলে যায়
অপেক্ষায় থাকি ---
অর্থনৈতিক সাম্য আর মুক্তির
প্রকৃত বিজয়ের। সত্যের!
নির্ভেজাল ইতিহাসের এক সোনালী বাংলাদেশের!
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



