৫২র গল্প শুনেছি
৭১ও স্বপ্নের মতো কাব্যময়
৯০ গেল চলতে চলতে
৫ জানুয়ারীর বর্ষপূর্তিতে এখন ২০১৫....
আজ.. নামের বাহার চৌদিকে
নাইন ইলাভেন আমেরিকা কাঁপে
১/১১ বাংলাদেশ। ৫ জানুয়ারী! গণতন্ত্র কোমায়,
সু-শীল: বাংলায় ভাল নাপিত
ক্ষৌরকর্মে বাংলাদেশ - লোমহীন
চাছাছোলা বিবর্ণ।
৫৬হাজার বর্গমাইলের কারাগার
কথা বললেই জেল মৃত্যু শঙকা
বিভীষিকার কালোরাত
জরুরী জুজুর ভয়ের চাঁদরে, ১৬কোটি মানুষ;
হ্যাঁ এই তো একেই তো বলে গণতন্ত্র!!!
বালূর ট্রাক, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন,
দেখা মাত্র গুলি, গলাটিপে ধরা মিডিয়া.....
বিশ্বব্যাপি মোড়লেরাও বগল বাজায়
স্বার্থে র তল্পি ভরে দিনে দিনে
মানুষ দিন দিন বিমর্ষ হতাশ আরও বেশী।
পেট্রোল বোমায় মরে মানুষ কাবাব হয়ে
মাগো, ভাগ্য ভাল তুমি দেখোনি
এই দুর্দিন.......অথচ টিভিতে চাটারেরা
নান্দকিন মিথ্যায় মাথায় রক্ত ওঠায়;
ভিন্নমত দলনে আইকন হয়ে রয়
শাপলা, সরকারী অবরোধে অবরুদ্ধ বাংলাদেশ
বালুর ট্রাক, গুম খুন, সুশীল হুমিকতে
গিরগিটি মিডিয়া বিবেকের দায়শূন্য..
ব্যাংকে রিজার্ভ বাড়ে -জনতার পকেট ফুটো
দারিদ্রতা প্রকট হয় মূল্যস্ফীতিতে
রাবিশ মন্ত্রী বোঝেনা শেয়ার বাজার
জানেনা টাকার উপযোগীতা - অথচ দেশের মাইরি বাপ!!
নেই মানব বন্ধনে দাড়ানোর স্বাধীনতা
নেই সমাবেশের স্বাধীনতা,মতপ্রকাশ, বলার স্বাধীনতা
৫৭র ভয়ে কলম কি-বোর্ড থির দিয়ে রয়
শুধু একঘেয়ে চিৎকারে ভারী
দলান্ধতার বেগুনী রংয়ে ঢাকা বাংলার মুক্ত আকাশ
৫৬হাজার বর্গমাইলের কারাগার
কথা বললেই জেল মৃত্যু শঙকা
বিভীষিকার কালোরাত
জরুরী জুজুর ভয়ের চাঁদরে, ১৬কোটি মানুষ;
=================================
**** ৫৬হাজার বর্গমাইলের কারাগার
১৩ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪ |
মূল লেখাটি সত্যদার। এখান থেকে সংগৃহিত। Click This Link
উনার অনুমতি এবং আলোচনা সাপেক্ষে কিছূটা সময়োপযোগী করেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




