রাজাধিরাজ শাহরুখ মাতিয়ে গেল দেশ। একজন নাদান গাজী ইলিয়াস শাহরুখকে বলেছিল যে ' আই ডোন্ট নো হিন্দি.... ইউ শুড টক ইন বাংলা ...আই ডোন্ট লাইক হিন্দি...'। ব্যস! তাকে ঘাড় ধরে নামানো হলো স্টেজ থেকে। ফেসবুক সহ বিভিন্ন সাইটে ঝড় উঠল , শাহরুখের এতবড় অপমান!! গাজী ইলিয়াসের এখন মুখ লুকানো দায়।
তার পরিবর্তে কিছু বাংগালী বীর উঠে গেল স্টেজে , এমন ভাবে তারা শাহরুখের সাথে হিন্দিতে কথা বললো যে চারিদিকে ধন্য ধন্য রব উঠে গেল। একজন তো বলেই ফেলল , 'মুঝে বাংলা আতি হিন্দি আতি , ইংরেজি নেহি আতি'। বীর বাংগালী শাহরুখকে বুঝতেই দিলনা যে শাহরুখ এখন ভারত ছেড়ে অন্য দেশে এসেছে.. এখানে মাতৃভাষা ছেড়ে ইংরেজী বলার কস্ট করতে হতে পারে। সাবাস বাংগালী।
যারা এখনও ভুলের মধ্যে বাস করছেন, ভাবছেন আমরা কেন হিন্দী শিখতে যাব? বাংলার পর ইংরেজী শিখব- তারা এখনই নিজেদের শুধরে নিন । সামনে না হলে পদে পদে গাজী ইলিয়াসের মতো মুখ লুকানোর জায়গা খুঁজতে হবে। প্রতিবেশী প্রভু থুক্কি বন্ধু রাস্ট্রটির সাথে আমাদের সম্পর্ক এখন চরম উয্ঞ , আরও গভীর দাসত্ব থুক্কি বন্ধুত্বের দিকে আমরা ধাবমান। এখন তাদের ব্যবসায়ীরা আমাদের মার্কেটে আসবে আমরা তাদের পন্য কিনব, তাদের রাস্তা করে দিচ্ছি তাদের সেনারা আমাদের দেশের মাঝ দিয়ে নিয়মিত যাতায়াত করবে , এদের সংগে কথা চালিয়ে যেতে হলে আমাদেরতো হিন্দি শিখতেই হবে নাকি? না হলেতো দাদারা নাখোশ হবে , চারিদিকে ক্ষ্যাত ক্ষ্যাত রব উঠবে।
আর চুপি চুপি একটা কথাও বলে রাখি, ধরুন কিছুকাল পর ট্রানজিটের রাস্তা দিয়ে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন পিছন থেকে একটা ভারতীয় সেনাবাহিনীর গাড়ি আপনাকে হর্ন দিল , আপনি কোন কারনে সাইড দিতে দেরি করলেন , তারা আপনার গাড়ি জোর করে থামাল এরপর সুদশর্ন মারাঠি আফিসারটা বেরিয়ে এলো হাল্কা রাগ নিয়ে, হিন্দী না জানলে আপনি তখন মাফ চাইবেন কিভাবে বলেনতো? মাফ না চাইলে বউ বাচ্চার সামনে কি হতে পারে একবার কল্পনা করুন! শিউরে উঠলেনতো! ভয় পাবেন না। হিন্দীতে মাফ চাওয়া শিখে নিন। 'মাফি মাংতা'।
একটা কথা মনে রাখবেন জাত্যাভিমান বলে বাংগালীর কিছু নেই। কারন ভারতবর্যের এই অংশে মীরজাফর বংশবৃদ্ধি করে গিয়েছিল।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




