লিজেন্ড এর গান । স্কুলে পড়তে খুব শুনতাম । এদের এ্যলবাম একটাই বের হয়েছে কোথায় যে হারালো কে জানে ! শুধু মাত্র জুয়েল ভাই এখনো গান বাজনার উপর আছে । লিজেন্ড থেকে ওয়ারফেজ হয়ে এখন মাইল্স এর গিটারিস্ট ।
গানটা তো প্রিয় অনেক আগে থেকেই , হঠাৎ ইউটিউবে দেখলাম এটার রিমেক করেছে শান্ত নামের কেউ একজন। ভিডিও টা অসাধারন লেগেছে । রিমেক ভার্সানটাও ভালো লেগেছে । নতুন রিমেক ভার্সনটার ভিডিও দিলাম । এবং অরিজিনাল গানটার অডিও লিংক দিলাম। সাথে লিরিক ফ্রি ।
কাল রাতে আমার স্বপ্নে এসেছো তুমি
কাছে এসে পাশে বসে ভালোবেসেছো তুমি
আমার যত ভালোবাসা ছিলো দিয়েছি তোমায়
তার বিনিময়ে আমি পেয়েছি কি হায়
তুমি ছাড়া এ জীবন আমার
কিভাবে কাটবে একা
এ যেন কোন অজানা পথ
ঘন কুয়াশায় ঢাকা
আমার এই নিঃসঙ্গ জীবনে আসবে কি তুমি
সাঙ্গি হয়ে ভালোবাসা হৃদয় গভীরে
সময় তো মোর থমকে গেছে
তোমায় পাবার আশায়
জীবনের ওপাড়ে হয়তোবা
দেখা হবে দুজনার
তুমি ছাড়া এ জীবন আমার
কিভাবে কাটবে একা
এ যেন কোন অজানা পথ
ঘন কুয়াশায় ঢাকা
কাল রাতে আমার স্বপ্নে এসেছো তুমি
কাছে এসে পাশে বসে ভালোবেসেছো তুমি
আমার যত ভালোবাসা ছিলো দিয়েছি তোমায়
তার বিনিময়ে আমি পেয়েছি কি হায়
তুমি ছাড়া এ জীবন আমার
কিভাবে কাটবে একা
এ যেন কোন অজানা পথ
ঘন কুয়াশায় ঢাকা
অরিজিনাল ভার্সন
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



