২০০০/২০০১ সালে ফেনীতে গেছিলাম বন্ধুর সাথে .. ফেনী কলেজে ঘুরতে গিয়া দেখি বিরাট মিছিল ..
সেই মিছিলের শ্লোগান -
হেনী কলেজের টিঁয়া লই
চুদুরবুদুর ছৈলতো ন
চুদুরবুদুর কইল্লে
হিডের ছাঁমড়া থাঁইকতো ন
এই শ্লোগান আমাদের বন্ধু মহলে এখনো হিট । সুযোগ পাইলেই দল বেঁধে এই শ্লোগান ধরি ।
আরো পরে রাশান কাল্চারাল সেন্টারে "লালসালু" দেখেছিলাম, সেখানে মজিদের ছোট বেলার একটা দৃশ্য ছিলো, মজিদ কে তার মাদ্রাসার হুজুর শাসাচ্ছে -
- এঁরই ও মজিদ্দা , হড়া শিখি আহোছনাই কিল্লাঈ !!
কাইল্কার থন হড়া না শিখি আঁঈলে হিডি হিডের ছামড়া তুলি লাইউম ।
নোয়াখালীর এত কথা বল্লাম .. ঘটনা হচ্ছে আমার এক কাজিনের বিয়ে হইছে এই সপ্তাহে ... বউ এর বাড়ি নোয়াখালী , ফোনে তারে ঘটনা দুইটা জানাইলাম .. বেচারা রাগে ফুঁসতাছে আমার কথা শুনে,
এবং শপথ নিছে যেভাবেই হোক আমার কপালেও নোয়াখালীর মেয়ে গছায় দিবে ...
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



