somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়া বাড়িতে গিয়া ক্যামনে খাওন খাইবেন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‎‎












আমার কাছে বিয়া বাড়ির দাওয়াতের সবচেয়ে গুরুত্বপুর্ণ অংশ হইলো খাওন দাওন। খাওন দাওন ছাড়া যেকোনো বিয়া আমার কাছে হিল্লা বিয়া। আমার আরেকটা ব্যাক্তিগত ধারনা এবং উপলব্ধি হইলো যেইসব বিয়া বাড়ির দাওয়াতের খাওন মজা হয় না অই সমস্ত সংসার টিকে না আর টিকলেও সুখের হয় না.....কারন ১০০০-২০০০ মানুষ খায়া মজা না পাওয়ার কারনে অসন্তুস্ট থাকে X( X( আর যেই বিয়াবাড়িতে হাজার দুইহাজার মানুষ অসন্তুস্ট থাকে অই সংসার টিকবো ক্যামনে কন দেহি.....এইবার বুইঝা দেহেন বিয়া বাড়িতে খাওনদাওনের পার্টটা কতডা গুরুত্বপুর্ণ.....বিয়া বাড়িতে মানুষ যায়ই খাইতে এই মন্তব্য করার কারনে জীবনে বহুতবার ব্যাক্তিগত আক্রমনের স্বীকার হইতে হইছে,:((:(( যার ৯৫% ই মাইয়া মানুষ। কারন ডা অনেক চিন্তা কইরা বাইর করছি, বিয়ার দাওয়াত পাইলে আমার মাথায় যেমন রোস্ট রেজালা বোরহানীর চিন্তা ঘুরপাক খায় তেমনি মাইয়া মানুষ গো মাথায় কুন শাড়িটা কুন গয়না টা পইরা গেলে তাগোরে আর ১০ টা মাইয়ার থেকা সুন্দর লাগবো এই চিন্তা ঘুরপাক খায়....তাগোর অনেকেই আবার খাইতে বইসা মেসিয়ার গোরে ডাইকা ঠোট গোল কইরা কইছে ''এই যে আমাকে থান দিলা কেনো আমি রান ছাড়া খাইনা'' :-* :-* ......যাই হোক লেডিস গোরে কইতাছি নো অফেন্স, রাগ কইরেন না, জিনিষটা ঘটছে বইলাই কইছি, বানায় বানায় কইনাই

আমার কথা কইলে আমি বিয়া বাড়িতে যাই-ই খাইতে। এই বিয়া বাড়ির খাওনরে এক প্রকার শর্ত প্রযোজ্য* ব্যুফেই কওন যাইতে পারে.....তাই এই খাওনের ও কিছু সিস্টেম আর হিডেন টিরিক্স আছে যেই গুলা এপ্লাই করলে শান্তি মতন প্যাট ভইরা মজা কইরা তৃপ্তি নিয়া খাইতে পারবেন....নিম্নোক্ত আলোচনায় টিপিক্যাল বিয়া বাড়ির খাওন দাওনের উপ্রে আলোচনা হইবেক।

পয়েন্ট ১ : বিয়া বাড়িতে গেলে সব সময় প্রথম ব্যাচে খাইতে বইসা পড়তে হইবো, নো লজ্জা। আগেই কইছি খাইতে তো বসবেনই, তো সুযোগ থাকলে অলঅয়েজ প্রথম ব্যাচে বইসা পড়েন..বাকি কাম যা রইছে যেমন মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করা বা বন্ধু অথবা আত্নীয় সজন গো লগে গল্প করা এই গুলান খাওনের পড়েও করতে পারবেন..এইবার কমু ক্যান আমি প্রথম ব্যাচে বইতে কইলাম.... :| :|


ক) প্রথম ব্যাচে টেবিল সব সময় ধবধবা সাদা, পরিস্কার থাকে।খাওনের সময় অশুচি ভাব আইবো না ফলে সাচ্ছন্দে খাইতে পারবেন

খ) প্রথম ব্যাচে পাতিলের উপ্রের খাওন সার্ভ করা হয় এর লাইগা খাওনে তেলের পরিমান কম থাকে কারন তেলের পরিমান সবসময় পাতিলের মাঝ এবং শেষ অংশের খাওনে থাকে।

গ) প্র‌থম ব্যাচে খাওন সর্ট পড়ার চান্সই নাই।:P :P

ঘ) শেষের ব্যাচগুলির খাওনের সময় যদি বোরহানী সর্ট পরে তাইলে বাবুর্চিরা পানি আর লবন মিশাইয়া বোরহানির কোয়ালিটি কমাইয়া কোয়ান্টিটি বাড়াইয়া কনে বা বর পক্ষের ইজ্জত রক্ষা করে, যা প্রথম ব্যাচের সাথে ঘটার সম্ভাবনা নাই

ঙ) প্রথম ব্যাচের খাওন প্রথম পাতিলের তাই পর্যাপ্ত সময় ও যত্ন নিয়া রান্না করা হয় এর লাইগা খাওনের টেস্ট বেশি থাকে যেটা ২য় বা ৩য় পাতিলের ক্ষেত্রে করা হয় না তাই খাবারের টেস্ট ভ্যারি করে....আমার নিজের অভিগ্গতা আছে যে একই বিয়াতে খাবারের টেস্ট দুইরকম....একই বাবুর্চি একই রকম মসলা দিয়া রান্না করার পড়েও খালি তাড়াহুড়ার কারনে খাওনের অবস্থার ব্যারাছেরা লাইগা যায়


খাড়ান প্রথম ব্যাচে বইলেই যে সব মুস্কিল আসান হইয়া যাইব তা কিন্তু না..প্রথম ব্যাচের বহনের ঝামেলাও আছে....যেই সেন্টারে দাওয়াত সেইডাতে যদি সেই দিন দুইডা বিয়া থাকে আর আপনাগোর বিয়া ডা যদি ২য় নাম্বারে হয় তাইলে কিন্তুক প্রথম বিয়ার বাইচা যাওন বাসি খাওন দ্বিতীয় বিয়ার প্রথম ব্যাচ ওয়ালাগোরেই গিলতে হয়...তাই একটু বুইযা শুইনা..........


পয়েন্ট ২ :ব্যুফে খাওনের মতন এইখানেও ১-৩ জন সংগি নির্বাচন কইরা ফেলান, তাগোরে নিয়া খাইতে বসেন...টেবিলে খাবার আসা মাত্রই একেক জন একেকটা আইটেম নিয়া একে অন্যরে বাইরা দিয়া খাওয়ায় সহযোগিতা করেন দেখবেন সুষম বন্টন ঘটবো


পয়েন্ট ৩ : বিয়া বাড়ির সব থেকে মজার খাবার কুনডা সেইটা জানেন?? সেইটা হইলো গরু বা খাসির রেজালা। এই ক্ষেত্রে বেশির ভাগ মানুষই ভুল করে, তারা রেজালা টাচই করেনা....ভাই বিয়া বাড়ির রেজালা খালি বিয়া বাড়িতেই মিলে...আর কুথাও টেকা দিয়া এই জিনিষ পাইবেন না, বাকি সব যেমন পোলাও রোস্ট, টিকিয়া, বোরহানি টেকা দিলে বাড়িতে বা হোটেলে কিন্না খাইতে পারবেন, মাগার রেজালা খাইতে হইলে আপনেরে বিয়া বাড়িতেই যাইতে হইবো তয় টেকা দিয়া চুন্নু, মুন্নু, নান্টু মিয়া বাবুর্চিরে বাড়িতে ডাইকা নিয়া রান্ধাইলে হেইডা হইলো আলাদা কথা...সো এই রেজালা রে এভয়েড কইরা নিজেরে বন্চিত কইরেন না। B:-/ B:-/


পয়েন্ট ৪ : এইডা মাইয়া মানুষ গো লাইগা.....পোলারা সরাসরি পয়েন্ট ৫ এ চইলা যান....আগেই কইছি মাইয়া মানুষগো কাছে বিয়া মানেই আত্নহত্যার উপলক্ষ্য উপস স্যরি আত্ন সজ্জার উপলক্ষ্য....লেডিসরা মনোযোগ দিয়া শুনেন বেশির ভাগ মাইয়ারাই বিয়া বাড়িতে খাইতে পারেনা...আমি অনেক মাইয়ারেই দেখছি যে তারা ঠোটের লিপস্টিক ও টিকায় রাখতে চায় আবার মুরগির ঠ্যাং ও খাইতে চায় পরে ঠোট গোল :-* :-* কইরা মুরগির ঠ্যাং নিয়া খাওয়ার চেস্টা কইরা হাড্ডিতে লিপস্টিক লাগাইয়া ফালায় রাখন ছাড়া আর কিছুই করতে পারেনা, বোরহানি খাওয়ার সময় চুমুক দিয়া গ্লাসে ঠোটের লিপস্টিপের ছাপ মাইরা গ্লাসটারে জাপানের পতাকা বানায় রাখে....আপা মনিরা খাওনের আগে টিস্যু দিয়া লিকস্টিক মুইছা অথবা হালকা কইরা খাইতে বসেন দেখবেন ৪০% কমফোর্টেবলি খাইতে পারতাছেন...ফিকার নট, খাওয়ার সময় আপনার ঠোটে লিকস্টিক আছে কিনা এইডা কেউ চেক করতে যাইবো না..খাওয়া শ্যাস হইলে একটা চিপা অথবা টয়লেট খুইজা বাইর কইরা আবার ঠোটে লিপস্টিক ঘইসা আসেন।
অফটকিকের আরেকটা কথা আপনে যত সুন্দরী মাইয়াই হন না কেন আপনারে খাওনের সময় অনেক রকম মুখভঙ্গী করতে হয় তাই তখন ছবি বা ভিডিউ করলে আপনাকে অসুন্দর লাগোনের চান্সই বেশি তাই অই সময় ছবি তুলতে আইলে মানা করেন....কিছু ছাগল আছে যারা খাওনের সময়ই আইসা বলে আপু ইসমাইল প্লিজ, সেগুলারে এভয়েড কইরেন। নাইলে পরবর্তিতে দেখবেন যে আপনের এক চোখ আধাবুজা ;) :-& অবস্হায় হা কইরা মুরগির মাংস খাওনের ছবি উঠাইয়া কইব আপু তুমাকে খুব সুন্দর লাগতাছে আজকে। =p~ =p~


পয়েন্ট ৫ : বিয়া বাড়িতে খাওনের ফাকে ফাকে বোরহানি খাইতে থাকেন তাইলে খাওয়ার সময় রিচফুড বেশি খাওনের অসস্তি লাগবো না। :-& :-& :-&


পয়েন্ট ৬: এইবার আলোচনা করমু ডেজার্ট নিয়া...বিয়া বাড়িতে ডেজার্ট হিসেবে সাধারনত জর্দা আর নাইলে ফিরনী দেয়...এই ডেজার্ট খাওনের আগেই যা বোরহানী খাওয়ার তা খাইয়া নেন। কারন মিস্টি খাওনের ফলে পরবর্তিতে বোরহানি খাইলে আর মিস্টি লাগেনা, বিস্বাদ লাগে...এই ভুলডা বেশির ভাগ মানুষই কইরা ফেলে জানা সত্বেও....

পয়েন্ট ৭: এই পয়েন্টটা শুধু মাত্র বরযাত্রীর জামাইয়ের বন্ধুবান্ধব, দুলাভাই, ছোডভাই মানে যারা জামাইয়ের লগে একই টেবিলে খাইতে বইবো তাগোর লাইগা...জামাইয়ের টেবিলডা আর দশটা টেবিলের চেয়ে আলাদা হয়...আমাদের এলাকায় জামাই এর খাওনরে সাগরানা কওয়া হয়...তো এই সাগরানার প্লেটে সাধারনত আস্তা খাসি, ১৫-২০ টা আস্তা মুরগীর রোস্ট থাকে (অনেকে আবার মুরগীর পেটের ভিতরে ডিমের কোরমা ঢুকাইয়া দেয়) ;) .....যাই হোক আপনে দুলাভাই, বন্ধু, ছোড ভাই যাই হোন না ক্যান আপনে যদি লাজুক আর ভিতু হন তাইলে সাগরানার প্লেটের থেকা দুরে বসেন, বেশি দুরে বইসেন না যাতে ভাগে কম পইরা যায়। এই প্লেট বন্টনের জন্য আপনাগোর দলে আমার মতন বেহায়া এবং সাহসী মানুষ খুইজা বাইর কইরা দায়িত্ব দেন....কারন জামাইয়ের টেবিলে কনে পক্ষের মুরুব্বি, ভাই বেরাদার, শালা শালি, ভাবিরা আইসা জড়ো কইরা থাকে। এত অচেনা রুপসী গোর ভিতরে আস্তা খাসির রান টান দিয়া ছিড়া ফেলার জন্য বেহায়া এবং সাহসি হইতে হয়, নইলে রানের জায়গায় রান পইরা থাকবো আর রুপসীদের জায়গায় রুপসীরা...খাওনের পরেও টাংকি মারার চান্স পাইবেন, আগে খাইয়া লন



আইজকা এই পর্যন্তই.....আর যারা বিয়া বাড়িতে গিয়া কুপাইয়া খাইতে চান তারা আমার ব্যুফেতে গিয়া ক্যামনে পয়সা উসুল করবেন পোস্টটা পড়েন আর বিয়া বাড়ির লগে কুন কুন পয়েন্টটা যায় সেইটা ধইরা কোপাইয়া যান()....দেখবেন বিয়ার কনেরে বিদায় দেওয়া ছাড়াও কনে পক্ষের কান্দনের আরেকটা কারন ঘটায় ফেলতে পারবেন :D
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
৯৫টি মন্তব্য ৯৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে...

লিখেছেন খায়রুল আহসান, ১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে,
পড়তো তারা প্লে গ্রুপে এক প্রিপারেটরি স্কুলে।
রোজ সকালে মা তাদের বিছানা থেকে তুলে,
টেনে টুনে রেডি করাতেন মহা হুলস্থূলে।

মেয়ের মুখে থাকতো হাসি, ছেলের চোখে... ...বাকিটুকু পড়ুন

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

×