গল্পটা গল্পের মতোই
গল্পের মানুষটা মানুষের মত নয় শুধু
ভুলের মচ্ছব থেকে কুড়িয়ে রাখা
কিছু স্মৃতির পাতা
বদলের গতি থেকে বেঁধে রাখা
কিছু বন্দি হাওয়া
রুপের বৈতাল বেসাতি থেকে
রঙের বাহার কিছু
গুনে গুনে কেটে দেয়া দিন গুলোর সাথে
কেঁদে কেঁঁদে হেঁটে গেলো অতীতে
গল্পটা গল্পের মতোই মধুর
গল্পের মানুষটা মানুষের মত নয় শুধু-
সে সাক্ষাৎ শয়তানের মত!!
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



