তুমি কতদিন আমার উপর অভিমান করে থাকবে ?
যতদিন পারবো………
আর যখন না পারবে ?
তখন আমার স্বরচিত অভিমান ভেঙে
তোমার কাছে ফিরে আসবো
তখন যদি তোমাকে ফিরিয়ে দেই আমি ?
দিতেই পারো......... আমি প্রত্যাখ্যাত হয়ে
আবার কিছু অভিমান বুকে নিয়ে ফিরে যাবো
এত অভিমান কেন তোমার ?
অনেক ভালবাসি তাই......
তবে কষ্ট না দিলেই কি নয় ?
ভালবাসায় কষ্ট পাওয়া যায় , দেয়া যায়
কিন্তু ভালবাসার অবহেলা সহ্য করতে নেই
তাইতো আমি অভিমান নিয়ে দূরে আছি
ভালবাসাকে ভাল রাখবো বলে......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




