প্রচুর টাকা লস হবে জেনেও যে লোকটা(অনন্ত) শুধুমাত্র দেশের চলচিত্র মান আধুনিক করার জন্য নিজের কোটি কোটি টাকা বিনিয়োগ করে ছবি বানাচ্ছে তাকে যারা সমালোচনা করে তারা আসলে ইন্ডিয়ার ছবির দালাল ।
ভঙ্গুর ও সম্পূর্নভাবে ঝুঁকিপূর্ণ একটা ইন্ড্রাস্ট্রিতে এই ছেলেটি কোটি কোটি টাকা বিনিয়োগ করছে। খরচ সাশ্রয় করেছে নিজে ও স্ত্রীকে দিয়ে অভিনয় করিয়ে, অপরিচিত ছেলে মেয়েদের কাস্ট করে। মন দিয়েছে ভালো প্রিন্ট, ভালো একশন তৈরীর দিকে। নিজের প্রতিই এক ধরনের খারাপ লাগা শুরু হয়ে গেলো। কত মক করেছি অনন্তকে নিয়ে। আর "ইউ পোম গানা, ইউ ইত বাংলাদেশী ফুড" বলে ফেসবুকে কত ইয়ার্কি করেছি। অথচ একবারও ভাবিনি যে, এই ছেলেটি বাংলাদেশি সিনেমাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবার জন্য এই রাস্তায় নেমেছে। অথচ আমরাই খুঁচিয়ে খুঁচিয়ে তাকে রক্তাক্ত করেছি। সে নিজেই স্বীকার করেছে তার উচ্চারণ, অভিনয় খারাপ, এই দিকে তাকে ভালো করতে হবে। তারপরেও আমরা আসলে তাকে ছাড় দেই নি। আমরা চাই এখন, এই মুহুর্তেই। আমরা কি এই ছেলেটিকে উৎসাহ দিয়ে পারিনা তার থেকে ভালো কাজটি, তার সর্বশ্রেষ্ঠ পারফরমেন্সটি বের করে আনতে? হিন্দী ছবি আজকের এই অবস্থানে কি একদিনে এসেছে?
আমরা আসলে এমনটাই করি সব সময়। নিজেদেরকেই নিজেরা মারি, নিজেদেরকেই নিজেরা খোঁচাই, হত্যা করি। একজন ভারতীয়কেও আমি দেখিনি যে তারা তাদের হাস্যকর অভিনেতা (যেমন গোবিন্দ), অভিনেত্রীদের নিয়ে এইভাবে সারাদিন ফেসবুকে লেগে থাকে? এমনকি বুয়েটের আন্দোলনের মত এত জরুরী একটি বিষয়েও আমরা অনন্তকে মক করতে ছাড়িনি, বুলি (bully) করতে ছাড়িনি। আমরা এতই মারাত্নক এক জাতি। আমাদের আর কোনো শত্রুর দরকার নেই। নিজেরাই আমরা নিজেদের পিন্ডি চটকাবার জন্য যথেষ্ঠ।
দ্রষ্টব্যঃ এই পোষ্টে ব্লগার "বিভ্রান্ত মানুষের " কিছু লেখা সংযুক্ত করা হয়েছে
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




