তিন সপ্তাহ ধরে আসছি। এখনো ওয়াচে আছি।
জানিনা কবে জেনারেল হবো।
এর মধ্যে দু একটা লিখছি, কেউই পড়ে নাই। দুই চার জন ঘুরে গেছে।
অথচ অনেক জনের পাতায় যাই। দেখি একটাও লেখে নাই।
খালি দেখার জন্য সাইন আপ করি নাই।
বলতে চাই, অন্যের টা পড়ে মন্তব্যও করতে চাই।
আমার এই সাদা পাতায় ওনারা কি দেখেন?
আমি তো এখানে চেহারাই দেই নাই।
মডারেটরদের চোখ কি দারুণ।
এক সপ্তাহের কথা বলে তিন সপ্তাহ পার আর কতদিন যে লাগবে বলা যায় না।
মডারেটররা নাকে তেল ঘুমায়া আছেন আর আমারে ওয়াচে রাখছেন।
মডুরা হচ্ছেন ঘুমন্ত পাহারাদার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




