ফটোগ্রাফির উপর একটি নিউজলেটার আছে ফটো অফ দ্য ডে নামে। তারা প্রতিদিন একটি করে নির্বাচিত ফটোগ্রাফ পাঠায় আমার ইমেইলে। অসাধারণ সব ছবি। মাঝে মধ্যে দু'একটা ছবি দেখলে তো মনে হয় দম বন্ধ হয়ে আসছে। আজ সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করছি কিছু ছবি।
ashore ফটোগ্রাফার Madeleine Guenette
Caring For Her ফটোগ্রাফার Bill Houghton (এই ছবিটা এক কথায় অসাধারণ)
Contrast ফটোগ্রাফার Mike Moats
cowboy ফটোগ্রাফার Zaw Min
Tropical Wings ফটোগ্রাফার Leena Robinson
আজ এই পর্যন্তই। যারা এই নিউজলেটারটি পেতে চান এই ওয়েব সাইটে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




