কিনলাম নাইকনের ডি৩০০০। আমি প্রাথমিকভাবে ৪টা ব্র্যান্ডের মডেল সিলেক্ট করেছিলাম বিভিন্নজনের সাথে আলাপ করে এবং বিভিন্ন ওয়েব সাইট ঘেটে। মূল ভিত্তি ছিল আমার বাজেট আর বাংলাদেশে পাওয়া যায় এমন সব ব্র্যান্ড / মডেল। দূ'টোই অবশ্য সীমিত। আমার বাজেট ছিল ৩৫ হাজার টাকা আর ঢাকায় নাইকন - ক্যানন এর বাইরে তেমন কিছু পাওয়া যায় না। আমার পছন্ত ছিল এগুলো -
১. নাইকন ডি ৩০০০ - সম্ভাব্য দাম ৩৩ হাজার থেকে ৩৮ হাজার টাকা
২. ক্যানন ইওএস ১০০০ডি - সম্ভাব্য দাম ৩৫ জাজার থেকে ৩৯ হাজার টাকা
৩. সনি আলফা ২৩০ - সম্ভাব্য দাম ৩০ হাজার থেকে ৩২ হাজার টাকা
৪. অলিম্পাস ই ৪৫০ - সম্ভাব্য দাম ৩৫ হাজার টাকা
প্রথমে আলাপ করলাম শামসিরের সাথে। ও বললো নাইকন ডি ৩০০০ কিনতে। ফ্লিকারের দু'টো গ্রুপে মতামত চেয়ে পোষ্ট দেয়ার পর বেশীরভাগ বললো নাইকন কিংবা ক্যানন কেনার জন্য। কারণ এগুলোর বিভিন্ন ধরণের লেন্স সহজেই পাওয়া যায়। আর বিক্রেতা হিসেবে বেশীরভাগের পছন্দ ক্যামেরা জোন।
এরমধ্যে প্রথম আলোতে দেখলাম ফ্লোরার বিজ্ঞাপন। ফোন করে জানলাম ডি ৩০০০ এর দাম ৩৭ হাজার আর ই ৪৫০ এর দাম ৩৩ হাজার। কিছুক্ণ পর ওদের উত্তরা শাখায় ফোন করে জানতে চাইলাম মডেল ২টা এখানে পাওয়া যাবে কিনা। বললো ডাবে এবং আরো বললো মডেল দু'টোর দাম ৩৫ হাজার টাকা প্রতিটা এবং লেন্সের জন্য আলাদা করে দিতে হবে ১০ হাজার টাকা - সাকুল্যে ৪৫ হাজার টাকা। ওদের কি আর সাধে কর্পোরেট ডাকাত বলে। জেএএন এসোসিয়েট ক্যানন ১০০০ডি এর দাম চাইলো ৩৯ হাজার টাকা। তবে নিলে দাম কিছু কমাবে বললো। আমি এরমধ্যে কয়েক জায়গায় ফোন করে আর সেল বাজার ঘেটে সম্ভাব্য আরো কিছু দাম জোগাড় করলাম। তবে সনি আর অলিম্পাসের তেমন কোন খোজ পাওয়া গেল না।
ফ্লিকারের গ্রুপে ২/১ জন তাদের সেকেন্ডহ্যান্ড (ডি ৩০০০ / ১০০০ডি) ক্যামেরা বিক্রি করতে চাইলো, তবে দাম ৩০ হাজারের নিচে না। মনে হলো ৩-৪ হাজার টাকার জন্য সেকেন্ডহ্যান্ড না কেনাই ভাল।
২৫ তারিখ সকালে চলে গেলাম বসুন্ধরায়। ক্যামেরা ভিশন নামের এক দোকানে দাম চাইলো ৩৩ হাজার ৫০০ টাকা। ঘুরতে ঘুরতে এলাম ক্যামেরা জোনে। এখানেও দাম চাইলো ৩৩ হাজার ৫০০ টাকা। দাম একেবারেই ছাড়তে চায় না। ৩৩ এ এসে আর নামে না। শেষ পর্যন্ত ঠিক হলো ৩০০ টাকার একটা ইউভি ফিল্টার দিবে। সাথে আরো ৫০০ টাকা যোগ করে একটা ২ জিবির মেমোরি কার্ডও নিলাম।
বাসায় এসে নেরে-চেরে দেখার সময় সাথের সিডিতে দেখলাম প্রডাক্ট রেজিষ্ট্রেশনের ব্যবস্থা আছে। নাইকনের ওয়েব সাইটে গিয়ে রেজিষ্ট্রেশনের সময় বিপত্তিটা বাধলো। সিরিয়াল নাম্বার কিছুতেই নেয় না। নিচ দিয়ে লেখা আসলো এটা গ্রে মার্কেট প্রডাক্ট হতে পারে। মনটা খূবই খারাপ হয়ে গেল। এটা নিয়ে ফ্লিকারের একটা গ্রুপে পোষ্ট দিতেই সবাই জানালো এটা কোন ব্যাপারই না। সবাই এগুলোই ব্যবহার করছে। গ্রে মার্কট প্রডাক্টগুলো মূলত ট্যাক্স ফাকি দিয়ে আনা অথকা কোন মাইনর কারণে কোয়ালিটি কন্ট্রোলে পাশ করে নাই এমন প্রডাক্ট। একজন তো বললো জেএএন এসোসিয়েট থেকে কেনা ক্যানন ক্যামেরাও নাকি রেজিষ্ট্রশন করতে পারে নাই। অথচ তারা হলো ক্যাননের অফিসিয়াল ডিষ্ট্রিবিউটর।
এখনও প্রাথমিক পর্যায়ে আছি। বিভিন্ন সেটিংস নেড়ে চেড়ে দেখছি। লেন্স আর আইএসও সেটিংস নিয়ে কিছুটা ফাপড়ে আছি। আজকে একটা টর্চলাইট দিয়ে ফিজিওগ্রাম তৈরীর একটা অপচেষ্টা করলাম। পূরাই ব্যর্থ বলাই বাহুল্য।
ভাবতেসি রোজাটা যাক, তারপরই মাঠে নামবো।
নাইকন ডি৩০০০ - ডিপিরিভিউ
জেনুইন নাকি গ্রে মার্কেট প্রডাক্ট !?!
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



