1 লা জুলাই, ২ 01 ২ থেকে জার্মানিতে চালু হয়েছে বিদেশি উচ্চশিক্ষিত পেশাজীবীদের জন্য "ব্লু কার্ড ইইউ".
এই ব্লু কার্ডের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলো হলো -
1 / ইইউ বহির্ভূত দেশগুলি থেকে আগত বিশেষ যোগ্যতা সম্পন্ন কর্মীরা ইইউ দেশগুলির নাগরিকদের মতোই কাজ ও বসবাস করার সুযোগ পাবে.
২ / ব্লু - কার্ডের অধীনে নতুন করে ভিসা নেয়ার প্রয়োজন পড়বে না. আগে স্টুডেন্ট ভিসায় শুধুমাত্র পড়াশোনা করা যেত. কাজের অনুমতি সেই ভিসায় দেয়া থাকতো না বা থাকলেও সেটা অনেকগুলো শর্তসাপেক্ষে দেয়া হত.
3 / একটা গুরুত্বপূর্ণ দিক হলো - এই পদ্ধতিতে "labor market check" বা "labor market check" - এই পদ্ধতিটা বাতিল করা হয়েছে. এই পদ্ধতিটার কারণে আগে ভিসাপ্রাপ্তিতে ২ -1 সপ্তাহ বেশি সময় লাগতো.
4 / ব্লু - কার্ডের জন্য পড়াশোনা শেষ করে যে - কেউই কাজের সন্ধানে নেমে পড়তে পারবে. ভিসার স্ট্যাটাস পাল্টানোর জন্য সেই ছুটাছুটি থেকে এখন অভিবাসীরা মুক্ত থাকবে .. ব্লু - কার্ডের কল্যাণে একই ভিসায় সবকিছু অন্তর্ভুক্ত থাকবে.
5 / ব্লু - কার্ড থাকলে যে কোন সময়ে, যে কোন দিন জার্মানিতে প্রবেশ করা যাবে.
6 / পর্যাপ্ত বেতনের চাকুরি খুঁজে পেলে প্রাথমিকভাবে 3 বছরের ভিসা দেওয়া হবে. তার পরেও চাকুরি বজায় থাকলে স্থায়ীভাবে বসবাসের ভিসা পাওয়া যাবে. তবে স্বল্পসময়ের মধ্যে ভালোভাবে জার্মান শিখতে পারলে ২ বছর পরেই স্থায়ী ভিসা পাওয়া যাবে.
7 / উচ্চদক্ষতাসম্পন্ন পেশাজীবীরা যারা আগে বার্ষিক 66,000 ইউরো বেতন দেখিয়ে স্থায়ী নাগরিকত্ব পেতেন তাদের জন্য এই সীমা কমিয়ে 48,000 ইউরো করা হয়েছে.
কিছু ক্লারিফিকেশনঃ
1 / বার্ষিক নির্দিষ্ট মাত্রার বেতন পেলে সাথে সাথেই আপনি ব্লু কার্ড পাবেন.
২ / ব্লু কার্ড নিয়ে ২ বছর কিংবা ক্ষেত্রবিশেষে 3 বছর জার্মানিতে থাকার পরে আপনি "পারামানেন্ট রেসিডেন্সশিপ" এর জন্য আবেদন করতে পারবেন এবং পেতে পারবেন.
শর্তাবলী -
1 / যারা এই কার্ড পাবেন তাদের অবশ্যই এই প্রমাণ দেখাতে হবে যে তারা জার্মানিতে পড়াশোনা করেছেন অথবা 5 বছরের প্রফেশনাল এক্সপেরিয়েন্স থাকতে হবে.
২ / বছরে 44,000 ইউরো বা তার বেশি বেতনের জবকন্ট্রাক্ট এবং তা অবশ্যই কোনো জার্মান কোম্পানির সাথে থাকতে হবে. তবে সায়েন্টিস্ট, ডাক্তার, আইটি প্রফেশনাল এবং ইঞ্জিনিয়ারদের জন্যে এই সীমা 33,000 ইউরো.
3 / সর্বোপরি জার্মান ভাষায় দক্ষতা থাকতে হবে.
আইনের বিস্তারিত বিবরণী (জার্মান ভাষায়) - Click This Link
সুত্রঃ ডয়শে ভেলে নিউজ
জার্মানিতে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় যে কোন তথ্য ও আপনার যে কোন প্রশ্নের উওর জানতে এবং জার্মানিকে প্রবাসী বাংলাদেশীদের অভিজ্ঞতার আলোকে নতুন করে জানতে দেখুন:
Bangladeshi Students Association - Studying and Working in Germany" (https://www.facebook.com/groups/BSA.Germany/)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




