শুরু হয়েছে আমাদের নতুন আয়োজন - "এক লাইনের জার্মান"। প্রতি দিন আমরা আমাদের ফেসবুক গ্রুপে জার্মানিতে নিত্যপ্রয়োজনীয় ও সবচেয়ে ব্যবহৃত বাক্যগুলোর মধ্য থেকে একটি বাক্য আপনাদের জন্য পোস্ট করব , সাথে সে বাক্যের অর্থ ও তার সাথে সম্পর্কিত কিছু বিষয়। তা হলে সপ্তাহে ৭ টি ও মাসে ৩০ তি নিত্যপ্রয়োজনিয় বাক্য আপনি শিখত পারবেন
নিচের ছবিটি দেখুন, কি লেখা আছে ?
Ich heiße Bond (James Bond ).- ইস হাইছে বন্ড (জেমস বন্ড)
আমার নাম বন্ড ( জেমস বন্ড)
তা মানে জার্মান ভাষায় নিজের নাম বলার সময় এ ভাবে বলতে হয়। এবার তা হলে আপনার কমেন্টে আপনার নাম কি করে বলবেন তা লিখুন।
----------------------------------------------------
ফেসবুকে বসেই জার্মান ভাষা শিখতে চাইলে, গ্রুপ : https://www.facebook.com/groups/657120964325851
-----------------------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





