প্রবাসে পরিভ্রমন ২- দুই দেশ এক বাগান ( Deux-Rives garden ) (পর্ব -২ )
এবার চলুন পার্কের কিছুক্ষন ঘুরে ফিরে দেখা যাক । ছবিতে গার্ডেনের ফ্রান্স অংশ ঘুরে দেখা যাক। কোন কথা হবে না, খালি ছবিতে দেখব-
![]()
খাবার রেস্টুরেন্ট
![]()
![]()
![]()
![]()
নদীর পাড়ে বসার জন্য ছাউনি
![]()
বিকেলের সোনালী রোদে নদীর উপারে বাগানের জার্মানীর অংশ
![]()
প্যানারোমা ভিউ
![]()
![]()
সন্ধ্যা প্রায় হতে চলল । চলুন এবার ফেরা যাক, বাগানের জার্মান অংশে ঘুরা এখনও বাকি আছে। আমরা এবার ব্রিজে সিড়ি বেয়ে উঠব।
![]()
আর সিড়ি বেয়ে নামব ও
![]()
আবারও চুপচাপ বাগানের জার্মান অংশ ঘুরে দেখা যাক
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
এটি হচ্ছে জার্মানি থেকে গাড়িতে করে ফ্রান্সে যাবার ব্রিজ।
![]()
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমাদেরও পার্কে ঘুরা শেষ হয়ে গেল। সবাইকে ধন্যবাদ আমার সাথে ঘুরে দেখার জন্য । আগামীতে আরো কিছু সুন্দর জায়গায় ঘুরে দেখানোর চেষ্টা করব। সবাই ভাল থাকবেন ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




