"ক্ষনিকের মোহ..."
ভালোবাসার মাসের শেষ দিন আজ। আবার এমন একটি দিন যেই দিনটি চাইলেও প্রতি বছর পাওয়া যাবেনা।
তাই আজকেই আমাদের প্রথম শর্টফিল্ম রিলিজ দিলাম।প্রথম কাজ।তাই অনেক বেশী এক্সাইটেড।জানিনা ভিডিও দেখার পর
সবার প্রতিক্রিয়া দেখে পচা ডিমের ভয়ে মাথায় হেলমেট দিয়ে বসে থাকা লাগে কিনা !!
ক্লাস টেনে পডার সময় কয়েকটি মিউজিক ভিডিও বানিয়েছি।কিন্তু সবসময়ই ইচ্ছে ছিল শর্ট ফিল্ম বানাবো। আমরা পুরোপুরি অপেশাদার।টেকনিক্যাল অনেক সমস্যাও আছে।যেহেতু শখের বসে করা তাই বাজেট তেমন ছিল না বললেই চলে।
হাতের কাছে যা আছে তা দিয়েই বানিয়ে ফেলা। সঙ্গী শুধুই একটা ডিজিটাল ক্যামেরা আর ল্যাপটপ।তবে সবচেয়ে বড হাতিয়ার যেটা আছে সেটা হচ্ছে আমাদের অদম্য ইচ্ছা আর কাছের মানুষগুলো থেকে পাওয়া পাহাড সমান অনুপ্রেরণা।
যখন শর্ট ফিল্মের কাজে হাত দিলাম তখন প্রথম প্রশ্ন "মডেল কোথায় পাবো?"।
হ্যাঁ ফ্রেন্ডের চেহারা তো খারাপ না ,ওকে নেয়া যায়।ছেলে একটা যোগাড় হয়ে গেল।তারপর মহা দুশ্চিন্তা। পডেছি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। বয়েজ স্কুল হওয়াতে ছোটকাল থেকে মেয়েদের সংস্পর্শ দূরে থাক, আসে পাশে কয়েক কিলোমিটারের মধ্যে মেয়ে দেখতাম না স্কুলে
তারপর এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে বললাম।রাজি হয়ে গেল। তাডাহুডা করার কোন ইচ্ছেই ছিল না। সবার ভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির শেষের দিকে। হটাত করে ১১ তারিখ রাতে ফ্রেন্ড ফোন দিয়ে জানায় কুয়েটে ক্লাস শুরু ১৫ তারিখ থেকে।তাই মাত্র ২দিনেই অনেকটা রকেটের বেগে শুটিং শেষ করা লাগলো।
সবেমাত্র ভার্সিটিতে বিচরন শুরু করেছি।এক্ষেত্রে এখনো বাচ্চাই বলা যায় আমাদেরকে। আর যেহেতু কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাই অনেক ভুল থাকতে পারে।
আরেকটা কথা হল মানুষ এখন ভালোবাসা আর ভালোবাসা দেখতে দেখতে বিরক্ত।তারপরও আমাদের থিম ভালোবাসা নিয়ে করার কারন হলো আমরা প্রথমেই কমপ্লিকেটেড কিছুতে হাত না দিয়ে একটু দেখতে চাইছিলাম আমাদেরকে দিয়ে এসব হবে কিনা।আমাদের বয়সি ছেলেদের বাস্তব অভিজ্ঞতা অনেকটাই আমাদের থিমটার সাথে মিলে যায়।
ফেসবুকের-চ্যাটের যুগে ভালোবাসাটা এখন অনেকটা এরকম -
"এখন রেখেছো অনেক ছেলেকে ঝুলিয়ে
একদিন ভালোবাসা পাবেও না কুডিয়ে"
Directed By - Rafi
and Shourav
আমাদের ভুল গুলো দেখিয়ে দিলে হয়তো আমাদের শুধরে নিতে খুব বেশি সময় লাগবে না।
এরপর এইচআইভি নিয়ে একটা শর্টফিল্ম বানানোর প্ল্যান আছে। দোয়া করবেন সবাই
click here
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১২ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



