* প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে, ‘তিনি মইন উ আহমেদের কোল ছাড়া আর কোথায় কোথায় বসেছেন, তা তদন্ত করে দেখতে হবে।’
* স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে, ‘টেলিভিশনে তাঁর বিশ্রী হাসি দেখে ভয়ে মানুষ টেলিভিশন বন্ধ করে দেয়।’
* আইন প্রতিমন্ত্রী সম্পর্কে, ‘বিএনপি ক্ষমতায় গেলে তাঁর কাপড়চোপড় খুলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে।’
* ভারতের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশিদের নির্যাতন প্রসঙ্গে, ‘বিএনপি ক্ষমতায় গেলে দুইজন মন্ত্রীর লুঙ্গি তুলে ভারতের মহিলা পুলিশ দিয়ে পেটানো হবে।’
...সাংসদ রেহেনা আক্তার রানু
* প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আসিফা আশরাফি, ‘সর্বশেষ মইন উদ্দিন-ফখরুদ্দীনের কোলে বসে ক্ষমতা দখল করেছেন। যৌবনে আর কার কার কোলে বসেছেন? মতিউর রহমান রিন্টুর বইয়ে পড়েছি, কোন বেয়াইয়ের কোলে আপনার বসার দৃশ্য দেখে চাকর আত্মহত্যা করেছে।
* সরকারি শাহরিয়ার আলম, ‘গত রোববার বিরোধী দলের একজন নারী সাংসদ সরকারি দলের একজন সাংসদের কাপড় খুলতে চেয়েছেন। একজন নারী কখন একজন সক্ষম পুরুষের কাপড় খুলতে চান, তা সবাই জানে।’
* মঞ্জুর কাদের কোরাইশী বলেন, আল্লাহ তো খালেদা জিয়াকেই লুলা করে রেখেছেন। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। অথচ তিনি আমাদের ল্যাংড়া লুলা করতে চান।
* পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন ‘আজ সংসদে যে ভাষা ব্যবহূত হলো, নিষিদ্ধ পল্লীতেও এই ধরনের ভাষা ব্যবহার হয় না।’ তার এই বক্তব্যকে ইঙ্গিত করে গতকাল পাপিয়া বলেন, যারা নিষিদ্ধ পল্লীর সদস্য তারাই জানেন সেখানকার ভাষাটা কি।
* বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে লক্ষ্য করে, 'আইনজীবীরা বলেন, উনাকে নাকি মাঝে মাঝে ভূতে ধরে। ওই আদালতে বসে উনি সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কী কী অপকর্ম করেন তা আমরা জানি।
* তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য যুক্তরাষ্ট্র থেকে ডেবরা না থেবরা নামের এক বুড়ি সাদা চামড়ার শয়তান মহিলা ভাড়া করে আনা হয়েছে।
............................................................................
আমি একবার আমার এক পরিচিত জনের সাথে সংসদ অধিবেশন চলাকালীন অতিথি আসনে যোগ দিয়েছিলাম। সে দিন বিরোধীদল ছিল না।
তবে ছোট খাট কিছু পারিবারিক দৃশ্য দেখেছিলাম। এতেই অনুমান করেছি সংসদ জনগণের কাছে আকাশের ঘর মনে হলেও, সাংসদদের নিকট নিতান্ত একটা আড্ডাখানা বা বার ব্যতীত কিছুই নয়
১. স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম আমাদের আইনমন্ত্রীর একটি খসড়া আইনের সংশোধনীতে কিছু প্রস্তাব দিয়ে কিছু বক্তব্য দিচ্ছিলেন, যখনি তিনি মাইকে দাঁড়ালেন, কয়েকজন সাংসদ মিলে শুরু করে দিলেন উনার মোবাইলে কল দেয়। তো স্বাভাবিক ভাবেই মোবাইলের রিংটোনের কারণে বিষয়টি বিরক্তির কারণ হচ্ছিল। বারবার এভাবে রিং বাজার কারণে শেষপর্যন্ত তিনি তার বক্তব্য পুরোপুরি বলতেই পারেননি। স্পিকারও তার মাইক বন্ধ করে দিলেন...
২. সংসদের আসনগুলোর একদম পিছনের দিকের সারি মানে আমরা দর্শক সারির কাছাকাছি কিছু মহিলা সাংসদ গোল হয়ে স্পিকারের বিপরীতমুখী বসে পুরা বাসাবড়ির আগডুম বাগডুম গল্পের আসর জমিয়েছেন...
.....................................................................
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১২ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



