
হৃদয়ে হৃদয় রাখিও
হৃদয় তোমারে দিয়াছি, হৃদয়ে রাখিতে
রাখিও যতনে নিত্য - হৃদয়ে।
হৃদয়ে হৃদয় রাখিও -
মম নিত্য ভালবাসিও (যতটুকু পারো)।
যবে যতদিন বাঁচি,
হৃদয়ে ধরিও - হৃদয়ে থাকিতে দিয়ো
হৃদয়ে বাঁধিয়ো প্রতিটি ক্ষণ
হৃদয়ে বাজিয়ো নিত্য সুর
হৃদয় জানিবে রয়েছো বা রাখিছো -
হৃদয় ও গহীনের অন্তঃপুর।
(পুন:প্রকাশিত)
ছবি: নেট থেকে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




