ব্লগার মানবী রচিত "রুমানা, এই যুদ্ধ আপনার একার নয়.. আমাদের সকলের..!!" নামক ব্লগে বিপ্লব কান্তি নামের একজন প্রবীন ব্লগার মন্তব্য করেছেন "সালার বিবেক , থুথু মারি তোদের মুখে , যারা উচ্চবিত্ত এক মহিলার জন্য আর্তনাদ করলি আর গরিব মেয়েটি মরে গেলো হয়তো মরা পোড়ার জন্য ১৫০০ টাকার কাঁচা ৭-৮ মন আম কাঠ যোগাড় হতে কষ্ট হচ্ছিলো , তার জন্য কমেন্টহীন পোষ্ট হলো ।"
তার সেই পো্ষ্টের সমর্থনে আমি লিখেছিলাম "আধুনিক চূশীল শ্রেনীর ব্লগার এবং তাদের নির্বোধ সমর্থকরা সামাজিক মর্যাদা এবং স্ট্যাটাস দেখে, দরিদ্র আর বণ্চিতদের মাঝে তাদের খুজে পাবেন না। গড্ডালিকার নর্দমায় ভেসে যাওয়াদের মুখের উপর থুতু দেওয়ার দুঃসাহস দেখানোর জন্য বিপ্লব কান্তিকে প্লাস।"
এই কমেন্ট করার কিছুক্ষন পরে দেখি আমার কমেন্ট গায়েব, এবং মানবী ম্যাডামের পোষ্টে আমি ব্যান।
এইটুকুই বললাম, বাকিটা বিবেচনার ভার পাঠকের উপরে ছেড়ে দিলাম।
আমার একাউন্ট এখনো সেফ হয় নাই (২ মাস ৪ দিন), তাই প্রথম পাতায় প্রকাশ করতে পারতেছি না, এই জন্য কমেন্ট করতেছি।
(একটা অনুরোধ, পাঠকদের মধ্যে কেউ কি একটা উপকার করবেন? আমার এই পোষ্টের লিংক মানবী ম্যাডামের ওই পোষ্টের কমেন্টে দিয়ে আসবেন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



