![]()
প্রেমিক যুগলের আত্মহত্যা (তারা সম্পর্কে বেয়াই বেয়াইন)
চট্টগ্রাম: পারিবারিকভাবে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ার ভয়ে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রমজান আলী(২০) ও সুখী আকতার(১৬)। তারা সম্পর্কে বেয়াই বেয়াইন। রমজান আলী একই এলাকার সালেহে আহমদের ছেলে। সুখীও একই এলাকার ইদ্রিসের কন্যা। তারা উভয়েই প্রতিবেশী। এ ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে।
রমজান নোয়াপাড়া কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। সুখী নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে দু’জনই ঘর থেকে বের হয়ে বাড়ির পেছনে আম গাছের ডালের সঙ্গে শাড়ি পেছিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার সকালে পরিবারের লোকজন গাছের সঙ্গে তাদের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দু’জনের লাশ উদ্ধার করে।
স্থানীয় সুত্র জানায়, কয়েক বছর আগে রমজানের বড় ভাই আজগর সুখীর বড়বোন লাকীকে পালিয়ে বিয়ে করেন। দীর্ঘ দিনেও তাদের বিয়ে মেনে নেয়নি উভয় পরিবার। পরে রমজান আলী ও সুখী আকতাররের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি পারিবারিকভাবে মেনে নেওয়া নিয়ে দু’জনই শংকিত ছিলেন।
শুক্রবার সকালে তাদের লাশের উদ্ধার করতে গিয়ে একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে উল্লেখ রয়েছে, ‘আমাদের একটা অনুরোধ আমাদের দেহটাকে কাটতে দিবেন না। সবাই আমাদের ক্ষমা করে দিবেন। আর আমাদের দু’জনকে পাশাপাশি কবর দিবেন। আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না। আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারব না তাই পৃথিবী ছেড়ে চলে গেলাম। আমরা বেঁচে থাকলে তো মা-বাবার মনে কষ্ঠ দিতে হবে। তাই আমরা চলে গেলাম চিরতরে।’ নিচে দু’জনরই নাম লেখা রয়েছে।
সুত্রঃ
রাউজানে যুবক-যুবতীর আত্মহত্যা
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
======================================
প্রত্রিকার পাতা উল্টালেই প্রেমের কারনে আত্মহত্যার খবর দেখতে চাই। আমাদের সমাজে প্রেম-পিরিতি এখন ওপেন সিক্রেট। আগের জামানায় মানুষ লুকিয়ে লুকিয়ে প্রেম করত। লুকিয়ে প্রেমিক-প্রেমিকারা দেখা করত। চিঠি বিনিময় করত। আর এখনকার ছেলে-মেয়েরা প্রাইমারী স্কুলের গন্ডি পার না হতেই প্রেমে জড়িয়ে পড়ছে। তাদের এই প্রেম কাহিনী জানাজানি হলে পরিবার থেকে বাধা আসলেই আত্মহত্যা করে বসে। কেউবা পালিয়ে যায়। তাই ছেলে-মেয়েদেরকে প্রেম-পিরিতি থেকে দুরে রাখার জন্য মা-বাবাদেরদেরকে আরো সচেতন হতে হবে।
রমজান আলীর বড় ভাই সুখীর বড় বোনকে বিয়ে করে। রমজান আলী ও সুখী আকতার সম্পর্কে বেয়াই-বেয়াইন। আমাদের দেশে এই বেয়াই-বেয়াইনের সম্পর্ক অনেক মধুর হয়। কিছু কিছু পরিবারে এই বেয়াই-বেয়াইনের মেলামেশাকে প্রশ্রয় দেয়। এক সময় তারাও ভুল পথে পা বাড়ায়।--------------------------------
আত্মহত্যা করে নিজেদের জীবনকে উৎসর্গ করে প্রেমে জয়ী হওয়া যায় না। এই আত্মহত্যার কারনে দুনিয়া থেকেও বিদায় নিতে হয়। আখিরাতে ও কঠিন শাস্তি অপেক্ষা করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





