সমাবেশ থেকে যারা উর্ধশ্বাসে দৌড়ে পালিয়েছে, তারাও কিছু দেখতে পারেনি ।
আহত হয়ে যারা পরেছিল তাদের প্রত্যেকেই বলেছে না দেখলে বিশ্বাস করা সম্ভব না। যারা চিপায় চাপায় পালিয়ে ছিল আবার সেখান থেকে দেখছিলও, তারা প্রত্যেকেই বলেছে না দেখলে বিশ্বাস করা সম্ভব না ।
এটিঁএন এর এক সাংবাদিকের ক্যামেরা ভেংগে ফেলে পুলিশ! অপারেশনের ছবি তুলছিল সে! তার পেটে বন্দুক ঠেকায় পুলিশ ! পরে অবশ্য জানে মারে নি, পিটিয়ে আহত করে হাসপাতাল পাঠিয়ে দিয়েছে।
সময় টিভির রিপোর্টার এক টক শোতে বলেন, শত শত গুলি বিদ্ধ লোক পড়েছিল, পুলিশ তাদের লাঠি দিয়ে পিটিয়েছে।
আরেক জন প্রত্যক্ষ দর্শীর বক্তব্য শুনলাম সমাবেশ ভেংগে গেছে ৩টায়, পরে দেড় ঘন্টা আহতদের গুলি করে করে মারা হয়েছে। গুলি হয়েছে ৪টা-৫টা পর্যন্ত, এই গুলি কাদেরকে করা হয়েছে ?একজনের কথা শুনলাম, সে বলছিল ভাই আমি সারাদিন চোখ বন্ধ করতে পারি নাই, চোখ বন্ধ করলেই সে দৃশ্য চোখে ভাসছে ।
না দেখলে বিশ্বাস করা যাবে না।
অবশ্য সরকার বাহাদুররের বক্তব্য কেউ মরে নাকি মরেনি, গুলি হয়নি , আগ্নেয়াস্ত্র ব্যবহারই হয় নি !
হতে পারে হাজার হাজার প্রত্যক্ষদর্শী, রিপোর্টার সবাই মিথ্যা বলছে, হতেও পারে !
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৩ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




