ফুটবেল যেমন পেলে- মেরাডোনা, ক্রিকেটে ব্রাডম্যান - টেন্ডুলকার, বাস্কেট বলে মাইকেল জর্ডন, মাউন্টেনিয়ারিং - এ তেমনি মেসেনার !
সাপ্লিমেন্টারী অক্সিজেন ছাড়া কোন আট-হাজারী চুড়ায় উঠা : মেসনারই দেখিয়েছেন, বিশ্বের ১৪টি আট হাজারী চুড়ার সব কয়টিতে সবার আগে তিনিই চড়েছেন !
এভারেষ্ট- এ -ও তিনিই দেখিয়েছেন অক্সিজেন ছাড়া আরোহন!
http://en.wikipedia.org/wiki/Reinhold_Messner
সেই মেসেনার নাংগা পর্বতে ৫ বার চেষ্টায় উঠেছেন মাত্র ২ বার, ব্যর্থ ৩ বার। মাকালু চড়েছেন চারবার চেষ্টার পর! ধবল গিড়ি চড়েছেন ৩ বার চেষ্টার পর !
So his success rate is less than 50%
আর আমাদের দেশের মুসা - ওয়াসফিয়া হিমালয়ে ১০০% সফল !
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



