তিব্বতের শুষ্ক ধু ধু প্রান্তরে মস্ত বরফের স্টুপ মাথায় নিয়ে দাড়িয়ে থাকা গোসাই নাথ । অপার রহস্যের ভুমিতে নিরন্তন বিষ্ময় এই শিশাপাংমা, যুগ যুগ ধরে কাছে টেনেছে পর্বতারোহীদের !
উচ্চতা : ২৬,২৮৯ ফুট ( ৮০১৩ মিটার )
স্হান : তিব্বত (চীন ) , অবশ্য এটি নেপাল সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার ভিতরে ।
প্রথম জয় করেন চীনের একটি বড় টিম, মে মাসের ২ তারিখ, ১৯৬৪ সালে সু জিং (Hsu Jing ) ও আরো ৯ জন সদস্য মিলে। অন্যন্য বড় ১৪টি পাহাড়ের সবচেয়ে ছোট হলেও, এটি জয় হয়েছে সবার শেষে ! কারণ চীনের আইনী জটিলতা ও আরোহনের নিষেধাজ্ঞা ।
এডভান্স বেস ক্যাম্প
এটিই একমাত্র আট হাজারী পিক, যা পুরোপুরি চীনে অবস্হিত । আর এর বেস ক্যাম্প পর্যন্ত গাড়ী যেতে পারায় এতে অভিযান চালানো তুলনামুলক ভাবে সহজ।
পর্বতারোহণের সময় কখন কত উচ্চতায় থাকতে হয় ।
বিভিন্ন রুট ধরে এতে ক্লাইম্বিং করা যায় , তবে উত্তর দিক থেকে উঠাটা বেশী সহজ।
একটি পপুলার ক্লাইম্বিং রুট
টপোগ্রাফিক ম্যাপে বেস ক্যাম্প থেকে সামিট, ক্লাইম্বিং রুট ।
গোসাইনাথের চুড়া নিয়ে একটা বিভ্রাটে পরেন অনেক আরোহী । তারা প্রায়ই সেন্ট্রাল সামিটকেই মুল সামিট মনে করে ফিরে আসেন। যদিও মুল সামিট আরো দূরে অথচ সামান্য একটু বেশী উচ্চতায় !
( Most only climb to the lower central summit, not crossing a long sharp ridge to the main summit. They technically have not climbed the peak )
শিশা-তে মৃত্যু : অন্যান্য আট হাজারীর তুলনায় এর মৃত্যুহার কম, ২০০৯ পর্যন্ত মাত্র ২৪ জন প্রাণ হারিয়েছেন এতে ! মাত্র!!
আরো দেখতে পারেন :
বিশ্বের সবচেয়ে উচু পাহাড় কি কি আর কোথায় অবস্হিত ? এগুলো জয় করেছন কতজন ? আর এতে মারা গেছে কয়জন ?
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




