বাংলা ভাষায়" শ্রবণ করা" ক্রিয়াটির বহুল প্রচলিত একটি রূপ হচ্ছে " শুনা" বা "শোনা" । আর শুদ্ধাশুদ্ধির বিষয়টা নির্ভর করে ভাষার প্রচলিত রীতির উপর । বাংলা একাডেমীর প্রমিত বানান রীতি পড়লে দেখা যাবে এককালের শুদ্ধ বানান এখন হয়ে যাচ্ছে অশুদ্ধ আর কালের অশুদ্ধ হালে এসে হয়ে যাচ্ছে শুদ্ধ ! বিশেষ করে 'ন' -'ণ' বা "ি -ী " এর বিষয় গুলো ।
তাই দেশের শিক্ষিত সমাজের ব্যবহৃত ভাষাকেই শুদ্ধাশুদ্ধির মান দন্ড ধরা হয় । প্রশ্ন হচ্ছে প্রচলিত বাংলায় "শ্রবণ করা" অর্থ নিয়ে " শুনা" এবং "শোনা" দুটাই ব্যব হার হয় ! যেমন :
আমি শুনি ( আমি শোনি হয় না )
তুমি শুন/শুনেছ / শুনছ? /শোন
সে/তারা শুনে/শোনে
উপরের সবগুলোর প্রয়োগ ভাষা - সাহিত্য সংগীত ও কাব্যে পাওয়া যায়। যেমন :
আমি : আমি শুনেছি শুনেছি তোমারি গান, তুমি থাক সিন্ধু তলে...
তুমি : আবার বিদেশী গান " হ্যালো " এর অনুবাদ নিয়ে বাংলা গান হয়েছে " শোন .."
আবার " না বাচক " শব্দে দেখা যায় :
আমি শুনি না
তুমি শুন না/ শোন না
সে শুনে না/শোনে না
অভিধানে দেখা যায় : শুনা [śunā] ক্রি. বি. 1 শ্রবণ করা, কর্ণগোচর হওয়া (শুনতে পায়নি, গান শুনছিল); 2 (আদেশ-নির্দেশাদি) পালন করা বা মান্য করা (আমার কথা শোনে না)। ☐ বিণ. শ্রুত (শোনা গল্প)। [সং. √ শ্রু > বাং. শুন্]। শোনা কথা 1 শ্রুত কথা; 2 যে-ঘটনাদি কেবল লোকমুখে শ্রুত হয়েছে কিন্তু তা সত্য কি না জানা যায়নি। কথা শোনা ক্রি. বি. 1 আদেশাদি পালন বা মান্য করা; 2 ভর্ত্ সনা বাক্য শোনা বা তিরস্কৃত হওয়া (এর জন্যে উপরওয়ালার কাছে আমাকে কথা শুনতে হবে)। ̃ নো ক্রি. বি. 1 শ্রবণ করানো; 2 পালন করানো বা মান্য করানো; 3 অপ্রিয় কথা বলা (তাকে সেদিন খুব শুনিয়ে এসেছি)। কথা শোনানো ক্রি. বি. 1 আদেশাদি পালন করানো; 2 ভর্ত্ সনা করা।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




