র্যাবের আগমণ আলোচিত হয়েছিল পিচ্ছি হান্নানকে ফিনিশ করার মাধ্যমে। এর পর একের পর এক ভয়ংকর সন্ত্রাষী 'ক্রস ফায়ার' করে জনমনে একটা বিশেষ আস্হার অবস্হান করতে পেরেছিল র্যাবে । যেগুলো ক্রস ফায়ারে পরে নি, সেগুলোও গা ঢাকা দেয় , দেশ পারি দেয় ক্রস ফায়ার থেকে বাচার আশায় !
কিন্তু সন্ত্রাষ নির্ভর ক্ষমতাশালী কোন গোষ্ঠীর এই সন্ত্রাষ নির্মূল পক্রিয়া ভাল লাগেনি ! দিনের পর দিন ছেলে ভুলানো ভালো মানুষি কথা দিয়ে এরা ' ক্রস ফায়ার ', ' বিচার বহির্ভুত হত্যার' বিরোধইতা করতে থাকে ।
যাই হোক অবস্হা দৃষ্টে মনে হচ্ছে সময় এসে গেছে র্যাবেকেই ' ক্রস ফায়ার' করার , নিকটেই হয়ত 'গুম' হয়ে যাবে র্যাব !
ক্ষমতাশীল গোষ্ঠী যদি আসলেই জনতার জান মালের নিরাপত্তা চান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান ; তবে অনুরোধ করব : র্যাবের যে সব কর্ম কর্তারা টাকা খেয়ে ভাড়াটে খুনীর কাজ করেছে বলে প্রমাণ পাওয়া গেছে / যাবে তাদের ক্রস ফায়ারে দেন ।
আর তাদের কে যে সব গড ফাদার রা পয়সা দিয়ে গুম কার্যে নিয়োগ করেছে তাদের গুম করে দেখান !
এর বিপরীতে যদি র্যাবকেই 'গুম' করে দেন তবে বুঝব পুরাটাই আপনাদের নিপূন পরিকল্পনা ! পুরাটাই লোক দেখানো খেল !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



