আমার খুব ইচ্ছা ইমন জুবায়ের ভাইয়ের গল্পগুলো থেকে কিছু গল্প নিয়ে একটা বই বের করার। আগে কি তার কোনো বই বের হয়েছে? আমি জানিনা। যদি বের হয় সেগুলো কি কি? কেউ জানলে দয়া করে জানাবেন। পর্যায়ক্রমে সমস্ত গল্পের বই বের করা। আমার চিন্তা গুলো সকলের সাথে শেয়ার করছিঃ
১) গল্প বাছাইঃ কোন কোন গল্প বাছাই করা যায় এর জন্য প্রতিটি গল্প পড়া দরকার। এই লক্ষ্যে গল্পতে যেয়ে দেখি মোট গল্পের সংখ্যা ২০৭ টি (ভুল না হলে)। এতো গল্প পড়ে বাছাই করা অসম্ভব। তাই কয়েকজন পড়ে বাছাই করলে কাজটা সহজ হয়। এর জন্য যারা গল্প লেখেন এবং পড়েন তাদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দশ জন হলে প্রত্যেকে বিশটি গল্প করে পড়লেই হয়। গল্প ভাগ করার প্রক্রিয়া হলো। প্রত্যেকে দুটি পেজের গল্প পড়তে হবে। প্রতি পেজে দশটি করে গল্প আছে। তাই কেউ পাবে ১-২, ৩-৪, ৫-৬ এইভাবে। প্রত্যেকের কাজ হলো বিশটি গল্প থেকে একটি গল্পকে বেছে নেয়া। তাতে আমরা ১০-১১ টা গল্পের মধ্যে একটা বই বের করতে পারবো। রেজওয়ানা আপু তার অনেক গল্প পড়েছেন তাই আশা করি তার অকৃত্রিম সাহায্য পাবো। যারা নিজ থেকে এই দায়িত্ব নিতে চান তারা মন্তব্যে জানালে খুবই উপকার হয়।
গল্প বাছাইয়ের দায়িত্ব না নিয়েও তার কোনো নির্দিষ্ট গল্প যদি কারো খুব ভালো লেগে থাকে তবে মন্তব্যে জানাতে পারেন লিঙ্ক সহ।
২) বই বের করার প্রয়োজনীয়তাঃ ইমন জুবায়ের ভাই সামুতে ছাড়া আর কোথায় কোথায় লিখতেন আমি জানিনা। কিন্তু সকলেই ব্লগ পড়েন না। তাই তার চিন্তা ভাবনাকে সকলের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্যই এই উদ্যোগ প্রয়োজন। একজন ঋষিতুল্য মানুষের চিন্তাকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই এর বিকল্প হিসেবে আর কিছু মাথায় এলো না।
৩) প্রকাশনীঃ সকলের পরামর্শক্রমে প্রকাশনী ঠিক করা হবে। তবে যেসব প্রকাশনী সৃজনশীল বই বের করে তাদের মধ্যে থেকেই বেছে নেয়া উচিত।
৪) অনুমতিঃ ইমন জুবায়ের ভাইয়ের বই বের করার জন্য অনুমতি প্রয়োজন। তার আত্মীয় স্বজন রয়েছেন ঢাকায়। আমার অফিসের সামনেই তাদের বাসা। ইচ্ছা করলে আমি যোগাযোগ করতে পারি। আবার সামুর পক্ষ থেকে যদি উদ্যোগ নেয়া হয় তবে ভালো হয় সব চেয়ে বেশি।
৫) প্রকাশের উপলক্ষ্যঃ প্রতিটি কাজেরই একটা উপলক্ষ্য থাকে। বইমেলা উপলক্ষ্যে এই প্রকাশনা। কেননা বইমেলাতেই আমরা অনেক অচেনা লেখকের বই কিনি। পড়ি। জানি। আর ইমন জুবায়ের ভাই যেহেতু ব্লগে অনেক অনেক জনপ্রিয়ো, তাই বই প্রকাশ হচ্ছে শুনে এই নিয়ে অনেক লেখালেখি এবং জানাজানিও হবে। এতে অনেকে যারা তাকে চিনতেন না, তারাও তার বই কেনার আগ্রহ দেখাবে বলে আমার বিশ্বাস। আর যারা বই না কিনে তাকে ব্লগে পড়বেন বলে স্থির করবেন, তাতেও তার লেখা অনেক প্রানে ছড়িয়ে পড়বে।
৬) অর্থায়নঃ প্রকাশনীতে অর্থায়ন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কোনো প্রকাশনী বোধহয় এমনি এমনি তার বই ছাপানোর দায়িত্ব নিবেনা। এর জন্য অর্থ প্রয়োজন। আমি যতটুকু জানি, ৫০০ বই ছাপাতে কম করে হলেও প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার মতো লাগবে। এইটা নির্ভর করছে ফর্মার উপর। এই ব্লগে অনেকই বই প্রকাশ করার অভিজ্ঞতা আছে। আমরা তাদের পরামর্শ নিতে পারি। এখন কথা হলো, অর্থ কোথা থেকে আসবে। প্রকাশের উদ্যোক্তা হিসেবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। আলাউদ্দিন ভাই আমার খুব কাছের একজন মানুষ তিনি কথা দিয়েছেন তিনিও সাহায্য করবেন। আর যদি কিছু প্রয়োজন হয় তবে আমরা যারা ইমন জুবায়ের ভাইয়ের লেখার ভক্ত তারা কি একটু সাহায্য করতে পারবেন না?
৭) মোড়ক উন্মোচনঃ বই মেলায় শুধু বই প্রকাশ নয়। আমার ইচ্ছা বইটির একটা সুন্দর মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা। তাকে যারা কাছ থেকে চিনেন, তাদের স্মৃতিকথা দিয়ে সাজানো যেতে পারে। বিশেষ করে একটা মুখবন্ধ নিতে হবে নামকরা কোনো লেখকের কাছ থেকে। আসলে এইটার কোনো প্রয়োজন নেই। তবুও মুখবন্ধ একটা সংকলিত কাজকে অনেকখানি সমৃদ্ধ করে।
৮) গল্প বাছাইয়ের সময়সীমাঃ বই ছাপানোর ঝামেলা অনেক। আর তার লেখা গল্পগুলোর প্রুফ দেখতে অনেক সময় লাগবে। তাই এই সেপ্টেম্বর এর মধ্যে গল্পগুলো নির্দিষ্ট করতে পারলে সবচেয়ে ভালো হয়।
এমন যদি হয়, এমন চিন্তা আরো কেউ করেছিলেন। বা এই ধরনের কাজ করছেন। তবে আমাকে যুক্ত করে নিতে পারেন। আমি সেক্ষেত্রেও সাহায্য করতে রাজী। মোদ্দা কথা, ইমন জুবায়ের ভাইকে আরো একটু ছড়িয়ে দেয়া। তার প্রতি এই শ্রদ্ধাটুকু দেখানো উচিত।
আরো অনেক কিছু মনে হয় বলার ছিলো সব কিছু গুছিয়ে লেখা হলো না। যখন মনে পড়বে এই পোস্টটি সাথে সাথে এডিট করে নেয়া হবে। অনেক দিন ধরেই এই ইচ্ছাটা মনের মধ্যে ছিলো। আমি নিজে নিজে যদি কাজটি করি তবে অনেকেই হয়তো বলবেন আমাদের সাথে নিতে পারতেন। আসলে একটা ভালো কাজে সকলে মিলে করার আনন্দ অনেক। আর দশের লাঠি একের বোঝা এতো সকলেই জানে। তাই বিষয়টি সামুর সকলের সাথে শেয়ার করলাম। যার যা মত স্বাধীন চিত্তে দিতে পারেন। আমার চিন্তার সাথে সকলের চিন্তা এক নাও হতে পারেন। এই উদ্যোগ যদি কারো পছন্দ নাও হয়, সেই মত প্রকাশের স্বাধীনতাও দেয়া হলো। এখানে আমার নিজের ব্যক্তি স্বার্থ শূন্য। তাই আলোচনা বা সমালোচনায় আমার ভয় নেই। আমি আমার আনন্দের জন্যই কাজ করি। আর এমন কিছু করার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারার আনন্দের চেয়ে বড় আনন্দ কি হতে পারে। যে কোনো ধরণের পরামর্শ এবং ইচ্ছা মন্তব্যে প্রকাশ করুন।
আমার নিজের সময়ের অভাব আছে, আর্থিক সামর্থ্যের অভাব আছে, কিন্তু ইচ্ছার ঘটতি নেই। আমার বিশ্বাস আল্লাহপাক যে কোনো মহৎ উদ্যোগকে এগিয়ে নিতে সাহায্য করেন। এই উদ্যোগটা আরো আগে নেয়া উচিত ছিলো। অনেক দেরী হয়ে গেছে। তবুও এখনও যে সময়টুকু আছে তাতে কয়েকজনের সাহায্য পেলে গুছিয়ে কাজটি সময়ের আগে (বইমেলা শুরুর আগে) শেষ করা সম্ভব হবে।
প্রথম বই প্রকাশের সাফল্যের উপর নির্ভর করছে তার পরবর্তী বই প্রকাশ। এবং তার সমস্ত চিন্তা- দর্শন যেগুলো আমরা ব্লগে পড়েছি এবং আরো যদি কিছু থাকে যা ব্লগে প্রকাশিত হয়নি সেগুলোকে বই আকারে প্রকাশ করা, সকলের মধ্যে ছড়িয়ে দেয়া।
কষ্ট করে এতো খানি পড়ার জন্য ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




