ক্ষুধার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদস্বরূপ বিশ্বজুড়ে সবাইকে একদিনের অনশন ধর্মঘট পালন করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
আসন্ন বিশ্ব খাদ্য নিরাপত্তা শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এফএও মহাপরিচালক জ্যাক দিউফ তার রোমের সদর দপ্তরে এ আহ্বান জানান বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা একশ' কোটি ক্ষুধার্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে আগ্রহী বিশ্বের সবাইকে আগামী শনি বা রোববার অনশন পালন করার আহ্বান জানাচ্ছি।"
দিউফ বলেন, তিনি নিজেও শনিবার সকাল থেকে চব্বিশ ঘণ্টা উপবাস শুরু করবেন।
এফএও-র এক হিসেবে বিশ্বে ১শ' ২ কোটি মানুষকে নিত্য ক্ষুধার কষ্ট সহ্য করতে হয়।
পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে ক্ষুধা ও অপুষ্টির বিরুদ্ধে সংগ্রামকে এগিয়ে নেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে এবারের খাদ্য নিরাপত্তা শীর্ষ সম্মেলন আয়োজন করা হয়েছে।
এফএও-র ১৯২ টি সদস্য দেশের সরকার ও রাষ্ট্র প্রধানকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
দিউফ বলেন, "অনেক প্রতিশ্র"তি সত্ত্বেও ক্ষুধার অবসানের ব্যাপারে বাস্তব উদ্যোগের অভাব রয়েছে।"
জোরদার উদ্যোগের অভাবে বিশ্বে আরেকটি খাদ্য সঙ্কটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে সাবধান করে দেন তিনি।
এফএও প্রধান একটি অনলাইন ক্ষুধাবিরোধী আবেদনও উদ্বোধন করেন। একশ' কোটি মানুষের নিত্য ক্ষুধায় বসবাস গ্রহণযোগ্য নয় এমনটি যারা মনে করেন তাদের এতে স্বাক্ষর করার আহ্বান জানান তিনি। এ আবেদনে স্বাক্ষর করার ঠিকানা হচ্ছে: http://www.1billionhungry.org/.
বিডিনিউজ 24 অবলম্বনে
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


