যতই বড় হতে থাকি, ঈদগুলো হতে থাকে আনন্দহীন। এখনকার ঈদ গুলো কেমন যেন ম্যাড়ম্যাড়ে মনে হয়। এই ভাবে যদি ঈদের আনন্দ exponentially কমতে থাকে ,আর ৪ বা ৫ বছর পরে অবস্থাটা কি দাঁড়াবে সেই ভেবে বুকের মধ্যে এক ধরনের শুন্যতা সৃষ্টি হয়- "কি যেন হারিয়ে ফেলেছি" ধরনের একটা অনুভুতি...
জোর করে, "বেশ আনন্দ পাচ্ছি" এরকম একটা মুখ করে থাকতে আর ভাল্লাগে না। পুরনো দিনগুলো আর ফিরে আসবে না- এই ভাবনাটায় আমার হাউমাউ করে কান্না পায়।
তারপরও জীবন থেমে থাকে না। সে চলে নিজের নিয়মে। আর আমরাও Shakespeare এর রঙ্গমঞ্চে দক্ষ কুশীলবের মত অভিনয় করে চলি...
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





