আমি আমেরিকাকে যতটুকু জানি তা হলো তাদের নাটক, সিনেমার মাধ্যমে। অন্য অনেক দেশের মতই তাদের নাটক, সিনেমা আসলেই তাদের সত্যিকারের নাগরিক জীবনের প্রত্চ্ছিবি কিনা আমি জানি না। তাই এই পোস্টের অবতারণা।
নাটকে প্রায় সময় দেখা যায় কোন পরিবারে যদি বাবা মায়ের ডিভোর্স হয়, তাহলে নাবালক বাচ্চারা মায়ের সাথে থাকে। তারা নিয়মিত বাবার সাথে দেখা করে কিন্তু স্থায়ীভাবে থাকে মায়ের সাথে। মা ও বাবা দুইজনের সাথেই তাদের খুব হৃদ্যতা থাকে। এর মাঝে আবার দেখা যায় মায়ের সাথে বয়ফ্রেন্ড এর সম্পর্ক। এটাকে বাচ্চারা স্বাভাবিকভাবেই মেনে নেয় আমরা দেখি। বাচ্চারা মায়ের বয়ফ্রেন্ড এর সাথে টাইম পাস করে। আবার মা-ও বাচ্চাদের কাছ থেকে অনুমতি নিয়ে বয়ফ্রেন্ড এর সাথে ঘুরতে যায়। এমনকি মায়ের বেডরুমে বয়ফ্রেন্ড এর রাত্রিযাপনকেও বাচ্চারা স্বাভাবিক ভাবে মেনে নেয়।
এটা কেন তাদের মনে কোন প্রভাব ফেলেনা?
এটা কোন ধরনের নৈতিকতা?
তাদের স্কুলে এ ব্যপারে কী ধরনের শিক্ষা দেয়া হয় বা আদৌ দেয়া হয় কিনা?
এসব ব্যপারে জানতে চাই তাদের কাছে যারা দীর্ঘদিন আমেরিকাতে আছেন কিংবা এ ব্যপারে জানেন।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




