বহুত যন্তনায় আছি ! আস্তিক নাস্তিক এই দুইটা মোটা দাগ দিয়ে আলাদা করা যায়। যদিও অনেকেই জানেনা এমনকি আমার কাছেও ব্যাপারটা পরিস্কার না । আমার কাছে মনে হয় সৃস্টি কর্তা আছেন যারা বিস্বাস করে তারা আস্তিক নাই মনে করলে নাস্তিক । আমাদের দেশে কি হচ্ছে ?
যারা মুসলিম হয়ে রাজাকারের বিচার চায় তারা নাস্তিক!
নিজেকে বাঙ্গালি মনে করে তারা নাস্তিক!
যারা সকল ধর্মের সহ বস্হান চায় তারা নাস্তিক !
যারা পাকিস্তান ক্রিকেট দলকে জিন্দাবাদ না বলে তারা নাস্তিক!
২.
। ধর্ম যার যার রাস্ট্র সবার এটা আমি মনে প্রানে বিশ্বাস করি । কথা হচ্ছে একজন মুসলমান হয়ে আমি বাংলাদেশে ইসলামি আইন প্রনয়ন চাই কিনা যে দেশে সংখ্যাগুরু মানুষ মুসলমান ! কিন্তু ভেবে দেখুন তো !
পারসেন্ট হিসাব না করে, কজন মানুষ ইসলিম জানে?
তাদের মধ্যে ক জন ইসলামী বিধি বিধান শত ভাগ জানে ?
বর্তমান পরিবর্তিত জীবন সভ্যতায় সেটা কতটাইবা বাস্ত সম্মত ?
শুধু ধর্মের দোহাই দিয়ে একটি সফল রাস্ট্রের গঠন হতে পারেনা পৃথিবীর কোথাও এমনটা নেই ! এমন কি হওয়া উচিত নয়। কারন আপনি মানুন আর না-মানুন মানুষ তার ধর্মের ভিতরে জন্ম নেয় না জন্মের পর ধর্ম পায় ।আর আমাদের দেশে এমনটা এই মুহুর্তে আশা করা বোকার স্বর্গে বিচি কলা খাওয়ার চাইতে বেশি কিছু নয় !
আমাদের দেশে কিছু কিছু ধান্দাবাজ আছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ঠাল হিসাবে ব্যাবহার করছে । তারা বলছে তাদেরকে ভোট না দিলো মুসলমানের খাতা থেকে নাম কাটা যাবে তাদের সর্মর্থকরাই কেবল বেহেস্তে বুকিং পাবে বাকিরা সব মুরতাদ, নাস্তিক । কিন্তু দেশের সাধারন মানুষ যেহেতু অসাধারন বোকা নয় সেহেতু তাদের অবস্হান কিন্তু খুব দুর্বল ... তবে ব্যাপারটা যেহেতু ধর্ম নিয়ে ব্যাপরটা যেহেতু মানুষের সবচাইতে ভার্চুয়াল ভিত্তি নিয়ে আবার এদিকে দেশের জনগোস্ঠির বড়একটা অংশ কু-শিক্ষিতো তাই সহজেই মানুসকে প্রভাবিতো করা যায় । এটাই এই ধর্ম ব্যাবসায়ী রা করছে।
এখন কথা হলো আমরা আর কতদিন বেহেস্তের আশায় এই ভন্ডদের পিছনে হেটে অন্যের জীবনকে নরক বানাবো যে বেহেস্তের নিশ্চয়তা তারা নিজেদের ব্যাপারেই দিতে পারেনা ।
যারা প্রবল ভাবে অসুস্হ তাদের এখানে মন্তব্য অনাবশ্যক, তাদের বিশ্রাম দরকার।
ধন্যবাদ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





