বাংলাদেশের পয়লা তিন ম্যাচ পড়চে ইন্ডিয়া, আয়ারল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে। পরথম ২ম্যাচে আমি একই টিমে খ্যালানোর পক্ষে, উইন্ডজের লগে ইট্টু চেঞ্জ আচে। আগে পয়লা ম্যাচ ২ডার কথা কই।
ওপেনিংয়ে আসলে কতা হইতেচে না। এইহানে তামিম-ইমরুল। তিনে শাহরিয়ার নাফিস। জুনায়েদরে বিশ্বকাপে আমি কুনো ম্যাচেই নেয়ার পক্ষে না। চাইরে মুশফিক। এই পোলাডার ব্যাটিং ক্যালিভার অন্য লেভেলের , খালি ব্যাটসম্যান হিসাবেই ও টিমে থাকবার পারে। ৫ এ সাকিব। ৬ এ আশ্রাফুল। ৪ এ বসরে খ্যালানো রিস্কি। পাওয়ার প্লেতে ফ্রি খ্যালার চান্স পাইব। ৭ এ রিয়াদ। ৮ এ নাইম। ৯ এ শফিউল । পুলাডার ব্যাটের হাত ভালা, স্ট্রোকও ভালা। আজাইরা কামে ওর আগে রাজ্জাকের মতন আকাইম্মা ব্যাটসম্যানরে খ্যালায়। বাকি ২ পজিশনে রুবেল আর রাজ্জাক।
আয়ারল্যান্ডের লগেও সেম টিম, খালি আশ্রাফুল ৪ এ আসবো আর নাইম বাদ পইড়া শুভ আসবো। আয়ারল্যান্ডরে স্পিন দিয়া কোপাইতে হইব।
ওয়েস্ট ইন্ডিজের লগে আমি আশ্রাফুলরে ড্রপ দেয়ার পক্ষে, কারণ হইল ওয়েস্ট ইন্ডিজের লগে হে অলয়েজ খারাপ খ্যালে, এইখানে রকিবাল হারামজাদারে এক্টা ম্যাচ দেউয়া যায়, তয় না দিলেও আসলে সমস্যা নাই। এইডা একখান চুতমারানি। এইডা ভালা খেললে টিমের খবর আচে। এই ম্যাচে শুভরে বসাইয়া নাজমুলরে নেউন উচিৎ, কারণ হইল ওয়েস্ট ইন্ডিজ টিমে বাউয়া ব্যাটসম্যানে ভরা, সেইহানে বাউয়া স্পিনারের চে পেস বোলিঙ কামে দিব।
আহো মন্তব্যের ঘরে বাকি কতা কই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




