অসহায় না বলে কোন উপায় আছে!!!
আমাদের দেশ সহ সারা দুনিয়ায় নারী সমাজের যা অবস্থা। নির্যাতন, আর নির্যাতন। মনে হচ্ছে কত গুল ক্ষুধার্ত মানুষ খাবার নিয়ে কারা কারি করছে।jযে যেভাবে পারছে লুটে- পুটে খাচ্ছে। কেও জোড় করে খায় আর কেও নানান ছলনার মাধ্যমে convince করে খায়।ঐ একই হল। খাওয়া। মাজখানে শুধু একটা শব্দ। ""ইচ্ছা""
এসব কিছুর পেছেন একটা কারন আমাদের কোন MORAL STANDARD নেই, আমাদের নেই কোন জবাব দিহিতার ভয়। আমরা আমাদের কর্মের জন্য কার কাছে দায় বদ্ধ??? সরকার?? সে নিজেই তো অধঃপতিত, দুরনিতিগ্রস্ত। আর যদি বলেন মানুষ তার বিবেকের কাছে দায় বদ্ধ তাহলে আপনি চোরকে পালানোর সুযোগ করে দিলেন। পৃথিবীর সবচে বড় আদালত মানুষের বিবেক এর চে বড় ধোঁকা আর নেই।
প্রত্যেক মানুষের আলাদা আলাদা সত্তা রয়েছে। যে স্বাধীন চিন্তা করে। স্বাধীন সিদ্ধান্ত গ্রহন করে। এখন কেও যদি বলে আমি সমকামী হতে চাই। তাহলে আপনি তার এই কাজ কে কি বলবেন? ভাল না খারাপ? পৃথিবীর অনেক দেশেই কিন্তু সমকামী
বিয়ে ইতমদ্ধেই বৈধতা ????পেয়েছে। আপনি কি বলবেন? এটা বৈধ না অবৈধ? তাদের তো মন আছে, বিবেক আছে।
আজকে বিকেলে দেখলাম কিছু সংখ্যক তরুণী শহীদ মিনারে নারী নির্যাতন বিরোধী স্লোগান দিচ্ছে। দেখে ভাব লেশ হীন ছিলাম।কারন এরকম কিছু আজকে দেখছি এমন না। অনেক আগে থেকেই এসবের সাথে পরিচিত। গতকাল ইডেন কলেজের
একজন ছাত্রী ছুরিকাহত ও অ্যাসিড নিক্ষেপের স্বীকার হয়েছেন। তার প্রতিবাদেই এই সমাবেশ।
অ্যাসিড নিক্ষেপ বা ধর্ষণ যে বাংলাদেশে এই প্রথম হচ্ছে তা না। এর আগেও এরকম হয়েছে। জথারিতি মিছিল ,মিটিং সমাবেশ হয়েছে। কি হয়েছে?? কিছুই হয়নি। এই দেশে ধর্ষণ, নারী নির্যাতন হতেই থাকবে।
আপুরা আপনাদের বলছি। আপনাদের নিজেদের নিরাপত্তার কথা
আপনাদের কেই ভাবতে হবে। কেও আপনাদের রক্ষা করবে না। মানুষ এখন বস্তু বাদী। যা নগদ পায় তাই লাভ।আপনারা আপনাদের এই সব বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে দূরে থাকুন। আপনারা জানেননা এই জুগের ছেলেরা কত ভয়ানক. ছেলেটা জন্ম থেকেই নারিদের যে রুপ তার সামনে দেখে, মিডিয়া নাড়ীদের যে ভাবে উপস্থাপন করে এতে সে একটা মেয়েকে ভোগের বস্তু ছাড়া কিছুই ভাবে না।
প্রেম -ভালবাসা, বন্ধুত্ব এগুলো সব নারী সম্ভগের কিছু উপায় মাত্র। এই প্রেমের কারনে কত নারী আজকে মানুষিক রোগে ভুগছে। আবার প্রেমের কথা বলে অনেক মেয়ে নিরবে ধর্ষিত হচ্ছে
এসব কয়জন জানে। সবাই এই ফাদে পা দিয়ে জন্ত্রনা দায়ক জীবন এর দিকে এগিয়ে যাচ্ছে।
আপুরা একটু ভাবুন ,যার নিজের কোন নৈতিক ভিত্তি নেই তার কাছ থেকে আপনি কি সম্মান আশা করেন।
আর একটা কথা, যারা নিজেদের সম্মান করে তারা অন্নের কাছ থেকে সম্মান পায়। আর সৌন্দর্যের প্রকাশ কখন সম্মান আনতে পারে না। শুধু কাম ভাবনার সৃষ্টি করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




