শুধু তিনটার নাম বললাম কারন এগুলা আমাদের কাছাকাছি। দেখা আর ঘুরার সুযোগ আছে!! আর প্রাচ্চের অক্সফোর্ড এর ছাত্র হিসেবে বিশ্ব- বিদ্যালয়ের অন্দর মহলের খবর খুব ভাল জানা আছে।আর
বেসরকারিগুলার কথা বাদ দিলাম। অগুলা জন্ম থেকেই নষ্ট। কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষের মহা বিদ্যালয়ের এই করুন অবস্থা ভাবতে খুব খারাপ লাগছে। এরা তো এরকম ছিলনা.।
আগে আসি ঢাকা বিশ্ব বিদ্যালয়ে। প্রাচ্চের অক্সফোর্ড। অপরাজয় বাংলার অবস্থান এখানে। কিন্তু আজকে এই মহা বিদ্যালয়ের শিক্ষারতি রা তাদের নিজেদের কাছে পরাজিত।
আমার নিজের অভিজ্ঞতাঃ=
টি এস সিতে সেদিন একটা নতুন বিভাগের উদ্ভধনি অনুষ্ঠান চলছিল। আইন মন্ত্রী, আমাদের ভি সি, সাবেক পুলিশ কমিশনার নাইম আহমেদ উপস্থিত ছিলেন। যারা টি এস সিতে গিয়েছেন তারা জানেন এর মিলনায়তনের দক্ষিন পাশে বাইরে ছেলে - মেয়ে জুগল কি ভাবে বসে থাকে। সেদিন যথারীতি তারা একি ভঙ্গিতে সমাসীন ছিলেন। তারা তাদের মন বাসনা পুরন করছিল।
তাদের এই কর্মকাণ্ড দেখে আমার ইচ্ছা করছিল ঐ সয়তান গুলাকে ইচ্ছামত পিটাই। কিছুখন পর যখন অনুষ্ঠান শেষ হল, নাইম আহমেদ ঐ পাশ দিয়ে বের হয়ে আসলেন। লোকটা মনেয় হয় ঐ দৃশ দেখে হোতো বাক হয়ে গিয়েছিল। আমি শুধু অনার মুখের দিকে তাকিয়ে ছিলাম। অবাক বিস্ময়!!!!! ছেলে মেয়ে দুটো চুম্বন রত আর ছেলেটির হাত মেয়েতির জামার ভিতর।
তথাকথিত শিক্ষিত মানুষের??? জন্য ঢাকা বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাস যৌন লিপ্সা পুরনের এক নিরাপদ জায়গা। জাহাঙ্গীর নগরত স্বর্গ রাজ্য। সন্ধ্যা হলেই আমাদের হলের মেয়ে গুল বের হয় তাদের স্বামী স্ত্রীর দায়িত্ব পুরন করতে । রাত ৯ঃ৩০ পর্যন্ত
কারন হলে মেয়েদের প্রবেশের শেষ সময় ৯ঃ৩০।
বাহ কি সুন্দর মানব সমাজ!!!! কি নিদারুন সভ্যতা।
আমার জানামতে জাহাঙ্গীর নগরে মেয়েদের হলে প্রবেশের কোন সময় বাধা নেই। সারা রাত বনে জঙ্গলে প্রেম কেলি। আর কনডমের ছরা ছরি।
এরাই নাকি আমাদের জাতীকে সামনে নিয়ে যাবে? এরাই নাকি ধর্ষণ প্রতিরধ করবে? এরাই নাকি মানুষের অধিকার প্রথিশ্তা করবে?
মানবতা কি পাগল????
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




