তো, আজকে ইত্তেফাকে আইটি (ইনসেইন ট্রলস?) কর্নারে মিশু ভাই এক অনুবাদ নিউজ নাজেল করেছেন । কপি পেস্ট কইরা দেই দেখেন ।
---------------------------------------------------
গাড়ির অটোলক সিস্টেমের জন্য নতুন হুমকি মোবাইল ফোন
জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান সম্প্রতি এক ঘোষনায় জানিয়েছে, মোবাইল ফোনের মাধ্যমে গাড়িতে ব্যবহৃত অটোলক সিস্টেম ক্ষতিগ্রস্থ হতে পারে। পার্কিংএ গাড়ি দাড় করিয়ে আয়েসি ভঙ্গিতে গাড়ির অটোলক সুইচ চেপে গাড়ি লক করা এখন অনেকের কাছেই খুব স্টাইলিশ বিষয়। আরএফ কমিউনিকেশনের মাধ্যমে মুলত গাড়ির এই লক সিস্টেম কাজ করে থাকে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে এই অটোলক সিস্টেমে ব্যবহৃত ডিজিটাল চাবি বা সুইচিং ডিভাইসটি যদি মোবাইল ফোনের সংস্পর্শে কিংবা কাছাকাছি থাকে তাহলে কোনো কী না চাপতেও গাড়ির অটোলক খুলে যেতে পারে,
যা মারাত্মক রকম দুর্ঘটনার জন্ম দিতে পারে। আর তাই নিশান পরামর্শ দিয়েছে গাড়ির সুইচ কী থেকে মোবাইল ফোনকে কমপক্ষে ১ ইঞ্চি দুরত্বে রাখার জন্য। মোবাইল ফোনের সংস্পর্শে এধরনের আরএফ ডিভাইস পুরোপুরি অকার্যকরও হয়ে যেতে পারে।
এম এইচ মিশু
লিংক
-------------------------------------------------
এইবার আসা যাক আসল ঘটনা কি সেই বিষয়ে । ঘটনাটা হলো এরকম, গাড়ী কোম্পানী নিশান তাদের দুটো নতুন মডেলের গাড়ীর ক্রেতাদের একটা সতর্কতা ফলো করতে বলেছে । তারা তাদের কাস্টমারদের বলেছে গাড়ী লক/আনলক করার যে সুইচ তারা পকেটে নিয়ে ঘুরে বেড়ায় (ইংরেজীতে এটা ফব নামে পরিচিত । চাবির সাথে জিনিসটা লাগানো থাকে । একটা সুইচের মতো আছে সেখানে যেটা গাড়ীর কাছাকাছি দুরত্বে থাকলে দুর থেকে গাড়ী লক/আনলক করা যায়) সেগুলো যেন তারা মোবাইল থেকে অন্তত এক ইঞ্চি দুরে রাখে । কারন মোবাইলে কোন কল আসলে সেটা সাথে থাকা ফবের মেমোরী মুছে দিতে পারে । আর একবার ডিলিট হয়ে গেলে সেই ফব আর কাজ করবে না । তখন গাড়ীওয়ালাদের হয় নতুন চাবি কিনতে হবে নতুবা অতিরিক্ত চাবি দিয়ে কাজ চালাতে হবে ।
এই নিউজটা আমার ধারনা মিশু সাহেব ঠিক মতো বু্ঝতে পারেননি । বুঝতে না পেরে মনের মাধুরী মিশিয়ে ক্রিয়েটিভির চরম করেছেন উনার নিউজে । ফবের মেমোরী মুছে গেলে কল্পনায় উনি দেখতে পেয়েছেন আপনা আপনি গাড়ীর দরজা খুলে যাচ্ছে । আবার সে দরজা খুলে গিয়ে 'মারাত্নক দূর্ঘটনাও ঘটিয়ে ফেলছেন কল্পনায় । পুরো গল্পের গরুর গাছে চড়ার কাহিনী বানিয়ে জিনিসটা তিনি নামিয়ে ফেলেছেন ।
এমএইচ মিশুর এই কল্পনার ডালপালা আরোও সুবিশাল হয়ে আমাদের নিয়মিত বিনোদনের খোরাক যোগাক এটাই আমাদের সকলের প্রত্যাশা ।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৭ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



