একটু আগে সন্ধ্যা সারে সাতটার বিবিসি থেকে একটি দারুন খবর শুনলাম। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সবোর্চ্চ ধর্মীয় নেতা (গ্রান্ড মুফতি) নেকাবের বিরুদ্ধে ফতোয়া জারি করবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, নেকাব পরিধান একটি সামাজিক আচার। এর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই।
নেকাব মানে মেয়েদের মুখমন্ডল ঢেকে রাখা। পর্দা বা বোরকার নামে মেয়েদের মুখমন্ডল ঢেকে রাখা উচিত নয়।
এ প্রসঙ্গে আমার একটি বিবরতকর অভিজ্ঞতা আছে। সেটি হল, আমার ছেলের বয়স তখন তিন বছর। তাকে ও তার মাকে নিয়ে এক ডাক্তারের কাছে গেলাম। মহিলা ডাক্তার। বউটাকে ডাক্তারের রুমে ঢুকিয়ে আমি আমরা ছেলেকে নিয়ে বাহিরে পায়চারি করতে থাকলাম। ছেলে আমাকে বার বার প্রশ্ন করে আম্মু কেন আসে না? আমি তাকে শান্তনা দিয়ে বললাম, এইতো এক্ষুনি আসবে। ইতিমধ্যে নেকাবসহ বোরকা পরা একটি অল্প বয়সী মেয়ে রিকসা থেকে আমাদের সামনে নামল। আমার ধারনা সে কোন কলেজের ছাত্রী হবে। আমার ছেলে আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে যেয়ে তাকে আম্মু আম্মু বলে জড়িয়ে ধরল। কারণ, তার মা এ রকমই নেকাবসহ বোরকা পর থাকে। আমি তো লজ্জায় কাঠ হয়ে যাচ্ছি। মেয়েটিও লজ্জা পাচ্ছে। আমি তাকে কিভাবে বলি আপনি একটু চেহারাটা খোলেন আমার ছেলের ভুল ভাংগুক? আমি আমার ছেলেকে জোর করে নিয়ে আসলাম। আর সে আম্মু আম্মু বলে মেয়েটাকে ডাকতেই থাকল। আমার বউ যখন ডাক্তারের কাছ থেকে বের হল তখন ছেলেটি কান্না থামালো।
আসলে ইসলামে মুখ ঢেকে রাখার কোন বিধান নেই। এমনকি এটা কোন নফল কাজও নয়। কুরআনে কোথাও মেয়েদের মুখ ঢেকে রাখতে বলা হয়নি। হাদীসেও নয়। বরং বহু সংখ্যক হাদীস নেকাব ব্যবহারের বিরুদ্ধে রয়েছে। কুরআন ও হাদীসে ওড়না ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। হ্যা এটা সামাজিকভাবে আরবের কোথাও কোথাও প্রচলিত ছিল। যে সকল মেয়েদের লজ্জা বেশী তারা ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করত। এটা তাদের স্বাধীনতা। পোশাকের স্বাধীনতা। তবে এটাকে ইসলামের আচার বলে চালিয়ে দেয়া অন্যায়। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী নাকি একজন সংস্কারক ছিলেন। তিনি বেশ কিছু ক্ষেত্র্র্র্রে ভুল ও মনগড়া ব্যাখ্যা দিয়েছেন। নেকাব ব্যবহারের পক্ষেও তিনি ভুল যুক্তি দিতে ভুল করেন নাই। আর এ কারণে জামাতী আপারা নেকাব পরে থাকেন খূব যতন করে।
সৌদী আরবের প্রখ্যাত হাদীস বিশারদ শায়খ আল-বানী জিলবাবুল মারআতি (মেয়েদের ওড়না ব্যবহার) নামে সুন্দর একটা বই লিখেছেন। বইটির প্রতিটি তথ্য কুরআন ও সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। এ বইতে তিনি ইসলামের দোহাই দিয়ে নেকাব ব্যবহার-কে অন্যায় বলে প্রমাণ করেছেন। এবং মাওলানা মওদুদীর সমালোচনা করেছেন।
নেকাবপন্থীরা বল থাকেন, মেয়েদের আসল সৌন্দর্য হল তাদের চেহারা। এটা খোলা থাকলে পর্দা হয় কিভাবে? তাদের এ যুক্তি ইসলামের মধ্যে একটি বাড়াবাড়ি। রাসূল সা. এর চেয়ে আল্লাহভীরু আর কে হতে পারে? তিনি যখন মেয়েদের মুখমন্ডল ঢেকে রাখতে নির্দেশ দেননি তখন ওরা নির্দেশ দিতে কে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



