হে সর্বশক্তিমান! তুমি বলেছো তুমি তোমার বান্দাদের ঈমানের পরখ করো! তোমার তিন পিয়ারা বান্দা, এই কাফিরের দেশে ইসলামি জিহাদের নেতা নিজামি-মুজাহিদ-সাঈদি আজ ঘৃন্য নারী নেতৃত্বের জুলুমের শিকার, তারা আজ কাফির ডিবির হাতে বন্দী! জিহাদের যোশে মত্ত জিহাদি মুজাহিদ ভাইয়েরা আজ নেতৃত্বের অভাবে ভুল পথে ভাবছে। তারা ভাবছে এসব নাকি বেপর্দা নারী আর তার দলের অত্যাচার।
অথচ তুমিই তো বলেছো হে রব আমার, তোমার ইচ্ছা ছাড়া কিছহু ঘটেনা, এমনি একটা পাতাও নড়ে না, তুমি "উসিলা" সামনে এনে আমাদের ঈমানের পরখ করো বারংবার!
হে সৃষ্টিকর্তা, তুমি ম্যাতকারামত্ত জিহাদি ছাগুদের হেদায়েত করো!
ওদের বুঝবার শক্তি দাও, ওরা কি মুনাফেকি ভাবনা করছে!
ওরা ভুলে গেছে, এই ডিবি পুলিশের "উসিলাতে" তুমিই ওদের তিনজনের ঈমানের পরীক্ষা নিচ্ছ! কারন তুমিই বলো "কুন" আর হয়ে যায়!
শেষে এই ভিক্ষা চাইছি তোমার কাছে, যাতে তোমার পরীক্ষা আরো কঠিন হয়ে নাজেল হয় ঐ তিনজনের ওপর। ডিবি যেনো রাজহাঁসের বদলে উটপাখির ডিম আমদানি করে নেয়, ব্যাটনের বদলে ব্যাবহার করা হয় আস্ত তালগাছ, অথবা খাঁজকাটা খেজুর গাছ - যেগাছ তোমার পবিত্র আরবে জন্মে। ডিবি যেনো তাদের জ্যান্ত কাবাব বানায়।
কারন যতই কঠিন হবে পরীক্ষা ততই বাড়বে ঈমানের পরীক্ষার ফালাফল।
হে সর্বশক্তিমান! তুমি এই কাফিরের দেশে ইসলামি জিহাদের নেতা নিজামি-মুজাহিদ-সাঈদির ইমানের শক্ত পরীক্ষা নাও!
বিশ্বের সকল মানুষ মানবতা নিয়ে বেঁচে থাক।
রাজাকারেরা বারংবার এমন ঈমানি পরীক্ষা দিতে থাক।
আমিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




