আগেই কিছু রেডিমেড জবাব দিয়ে রাখছি, যাতে গল্প করায় সুবিধে হয়
আমি গনহারে জামাত-শিবিরপন্থিদের ব্লক করছি, সাথে কিছু ব্লগারও আমার ব্লকের শিকার যারা জামত বা শিবির করেন না।
কারন আছে, কারনটা শিবির? তারাতো ১৯৭১ এ ছিলো না, বা এখনকার তরুন শিবিরকর্মীর কি দোষ? তাই না?
জবাবটা এরকম।
জামাতকে ঘৃনা করবার কারন চিহ্নিত কিছু যুদ্ধাপরাধির কমান্ডে তারা দল পরিচালনা করছে। তারা ইসলামকে ঢাল হিসেবে নিয়ে আসছে বারবার। এইটাই মূল কারন। চিহ্নিত ঐ যুদ্ধাপরাধীদের ১৯৭১ এর যা ভুমিকা তা ইসলাম কোনভাবেই সমর্থন করে না। ইসলাম মানবতার আর শান্তির ধর্ম, জালিমের পক্ষালবলম্বন ইসলাম সমর্থন করে না, বরং ন্যায়ের পথে তাদের শাস্তি দেবার বিধান আছে ইসলামে।
আর শিবির একমনে জামাতের পদাঙ্ক অনুসরন করছে।
গোলাম আজমের নাগরিকত্বের প্রশ্নে যেই জামাত-শিবির কর্মী মুখ বড় করে বলে আদালতের ইনসাফ, সেই জামাত-শিবির কর্মীই আদালতের ওপরে সন্দেহ পোষন করে এই ব্লগের মতন প্ল্যাটফর্মে কাঁদুনি গায় যখন নিজামি-মুজাহিদ আর সাঈদি গ্রেফতার হয়। তাহলে কি হলো? আদালতের রায় নিজেদের পক্ষে হলে ইনসাফ আর ইনসাফটা যদি মনমতো না হয় তবে এভাবে আদালতের ইনসাফের ওপরে সন্দেহ পোষন? বাহ! ডাবল স্ট্যান্ডার্ড নয় কি?
আপনারা ইসলামের পথে? তবে ঈমানটা কই? দেশপ্রেম ঈমানের অংগ। আর ২৫শে মার্চ ১৯৭১ রাতের আঁধারে অপারেশন সার্চ লাইট নামের আড়ালে নিরস্ত্র ঘুমন্ত মানুষ হত্যা আর ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষনার পরে এই ভুখন্ড আর পূর্ব পাকিস্থান ছিলো না, ছিলো বাংলাদেশ - ঈমানে সেই দেশটার প্রেম আনেন।
এবারে বহিষ্কার করেন সেই দেশের শত্রুদের, আপনারা স্লোগান তুলুন "ওদের বিচার চাই" - আমরা এদেশের সাধারন মানুষ খুব কোমল হৃদয়ের, দেখবেন আর দ্বন্দ থাকবে না কোনো।
শিবির কর্মী ওদের সাপোর্টে লিখছেন প্রোপাগান্ডা, আমরা প্রতিবাদ করছি, লাভটা কার? ওদেরইতো নাকি?
আমি এই দেশে যুদ্ধাপরাধী আর তার সমস্ত প্রশ্রয়দাতা, সথে তাদের পক্ষে প্রচারনাকারীর জন্যে কোন মানবাধিকারে বিশ্বাস করি না। কথা হবে মানুষের সাথে, শুয়োরকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া শুয়োরের সাথে না।
আবার বলছি, বহিষ্কার করেন সেই দেশের শত্রুদের, আপনারা স্লোগান তুলুন "ওদের বিচার চাই" - আমরা এদেশের সাধারন মানুষ খুব কোমল হৃদয়ের, দেখবেন আর দ্বন্দ থাকবে না কোনো।
কয়েকটা জরুরি জিনিষ:
১. যুদ্ধাপরাধ ও যুদ্ধাপরাধীর বিচার ইস্যু আওয়ামিলীগের বাপের সম্পত্তি না।
২. যুদ্ধাপরাধের বিচার চাই মানেই আওয়ামিলীগার, তাই বিএনপির ভাইয়েরা উলটা কিছু কইবেনই এই মত পরিহার করেন, জিয়া যুদ্ধ করেছেন পাকিস্থানের বিরুদ্ধেই, পাকিস্থানের পক্ষে না।
৩. যে কোন দলের অন্ধ সমর্থক হইলে দুরে থাইকেন, যেমন আপনি আওয়ামিলীগ হলে আপনার মতে জিয়া একটা পাকিস্থানি দালাল আর আপনি বিএনপি হলে আপনার মত মুজিব ভারতীয় দালাল। কেনো ভাই? দুইজনে কি কোন একটাও ভালা কাজ করে নাই দেশের লাইগ্যা?
৪. আমি শুধুমাত্র যুদ্ধাপরাধীর পক্ষে প্রচারনা চালানো ব্লগার, পয়েন্ট তিনে বলা অন্ধ সমর্থক, জাশি ছাড়া সাধারন ব্লগারদের গালিগালাজ করা নিক আর এমন সব নিক, যারা পয়েন্ট ২ এবং ৩ ক্যাটাগরীর ব্লগার যারা কিছু কইতেই হৈব মানসিকতা নিয়া এমন কমেন্ট করেন যে যুদ্ধাপরাধীর পক্ষে প্রচারনা চালানো ব্লগার প্রত্যক্ষ্য বা পরোক্ষ্য ভাবে লাভবান হন এমন নিকই ব্লক করে থাকি।
৫. আর ৪ নম্বরের সাথে বোনাস ঝোলায় ভরি ধর্ম আর নাস্তিকতা নিয়া বাড়াবাড়ি করা অর্ধ শিক্ষিত গুলারে। কারন ধর্ম পুরাই বিশ্নাসের ওপরে ভিত্তি করা, সব ধর্মই। আস্তিকতা-নাস্তিকতাও তাই। যেই আস্তিকের ধর্ম প্রমান করতে বিজ্ঞান লাগে তার ধর্মের ঈমানে গোলমাল আছে, আর যেই নাস্তিকের নিজের নাস্তিকতার বিশ্বাস পোক্ত করতে ধর্ম নিয়া ক্যাঁচাল করা লাগে তার নাস্তিকতাই ভুয়া।
৬. মানবতা মানবের জন্যে, পশুর জন্যে নয়, ১৯৭১ এর নরপশুদের জন্যেও নয়।
৭. আনব্লক মারনের সিসটেম নাই, আছে সেইফ করনের, অত পাগল আমি না, তাই আগে ব্লকড নিকের মালিকেরা কমেন্ট মডারেটেড পাবেন, তবে প্রকাশ করা হবে, দিল খুইল্যা মাইনাস দিয়েন আইজ
পোষ্ট পুরা পইড়া তারপরে গাইল দিলে ভালা লাগবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




