প্রসবকালীন ভাববিদ্যুৎ
কাফি কামাল
আমাদের অপরিকল্পিত শহরে
সুপরিকল্পিতভাবে বন্দুকের দোকান বেড়েছে
অথচ পরিকল্পিত আবাসিকে
একজন আতরওয়ালাও চোখে পড়ে না।
গন্ধ ধরে রাখার মতো
গুলির হিসাব দেয়াটা কঠিন।
চোখ কচলাতে কচলাতে মনে হলো,
আতরের সাথে সাম্প্রদায়িকতার সম্পর্ক বিষয়ে
গবেষণা হতে পারে।
কিন্তু আমি বেঁচে থাকতে চাই।
প্রসবকালীন ভাববিদ্যুৎ/দুই
কেউ তো রাখে না বেঁধে তবু ঠিক বাঁধা পড়ে আছি
দ্বিধার সুতোয় বোনা স্বরচিত সূক্ষ্ম এক জালে
ছুটে গেলে দৌড়ের ইঁদুর
বেজে ওঠে গীত বিজ্ঞাপন।
রটেছে যা তারো কিছু বেশি
সমন্বিত পথ রেখা টানা-
প্রসবকালীন ভাববিদ্যুৎ/তিন
কিছুদিন লাবণ্য পাঠের আনন্দে মেতেছিলাম বনে;
মন গুঞ্জনের ডালপালায় দোল খেয়ে এসেছি নগরে।
নাতিদীর্ঘ বর্ণনার ভাঁজ ভোজে নিজেকে আবিষ্কার করি
দূরাগত পদধ্বনি ঋদ্ধ বিহ্বল সংখ্যার ভেতর;
চাতুর্য্যরে নানরুটি মোড়ানো এক টুকরো নগর কাবাব।
বাতাসে প্রচুর জল, হাওয়ায় সাগর
বাতাসে আগুন কণা, বৈয়ারে উনুন...
অবসন্ন আগুনের হল্কাটুকু চুষে নেয় শেকড়ের প্রাণ।
বিষয়ান্তরের উলম্ফনে দ্রুততর পাঠ্য হয়ে ওঠে
অনন্তের ব্যাপ্তিসহ তীর্থভ্রান্তির দুর্বোধ্য অধ্যায়।
প্রসবকালীন ভাববিদ্যুৎ/চার
স্নানঘরে ঢুকেছিল মেঘ
কাল্পনিক কল্পবর্ষ শেষে
জলকেলির শব্দ হয়ে আসে
কর্ণকুহরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




