রসুলপুর থেকে ধানক্ষেতের আল ধরে এসেছেন
যাত্রামোহন সেন
তিনি ভোট দেবেন নৌকায় আর
গঙ্গাদ্বীপ থেকে নৌকায় চড়ে এসেছেন
কাজী আব্বাসউদ্দিন
তিনি ভোট দেবেন ধানের শীষে
প্রতিবেশী আরও কয়েকজন এসেছেন
ভোট দিতে- লাঙল, কাস্তে, হাতুড়িতে...
ব্যালটে সিল মেরেই তারা বসবেন
গৌরাঙ্গের মিস্টির দোকানে কিংবা
রফিজের বেঞ্চে বসে পা দুলিয়ে চা খাবেন।
কিন্তু উত্তরপাড়ার বাচ্চু মোল্লা
এবং পূর্বপাড়ার হরিসাধন তৎপর
বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে
তাদের পারস্পরিক স্বার্থের দ্বৈধতা।
সন্ধ্যা নামার পর উত্তর পাড়ায় কে যেন নিখোঁজ
পূর্ব পাড়ায় আগুন।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১১ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



